২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিল সরকার

Jan 03, 2019, 17:44 PM IST
1/5

S 5

S 5

২০১৬ সালে নোটবন্দির পরই মোদী সরকারের কড়া সমালোচনা করেছিলেন সমালোচকরা। অনেকটা সেই আশঙ্কাই এখন করছে সরকার।

2/5

S 4

S 4

২,০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিল সরকার। উদ্দেশ্য ধীরে ধরে তা বাজার থেকে তুলে নেওয়া। এমনটাই খবর দিয়েছে দ্য প্রিন্ট।

3/5

S 3

S 3

নোট বন্দির পর সরকার এই ২০০০ টাকার নোট বাজারে ছেড়েছিল। তাতে নোটের আকাল কিছুটা সামাল দেওয়া গেলেও প্রশ্ন উঠেছিল এই বড় নোটের ভবিষ্যত নিয়ে।

4/5

S 2

S 2

সমালোচকরা তখনই বলেছিলেন, মোটা টাকা মজুত করার জন্য এই নোট ব্যবহার করা হবে। পাশাপাশি আশঙ্কা করা হয়েছিল হাওলা কারবারিদের বড়রকম সাহায্য করবে ওই নোট। দ্যা প্রিন্ট-এর দাবি সরকার এখন সেই আশঙ্কাই করছে।

5/5

s 1

s 1

২০১৮ সালের মার্চের হিসেব অনুযায়ী দেশের অর্থনীতিতে ঘুরছে ১৮.৩ লাখ কোটি টাকা। এর ৩৭ শতাংশ ২০০০ টাকার নোট। ৪৩ শতাংশ ৫০০ টাকার নোট। ফলে বড় নোট চালু করে কালো টাকা রোখার যে চেষ্টা সরকার করেছিল তা একপ্রকার ধাক্কাই খেল।