ভারতেই তৈরি হল বিশ্বের বৃহত্তম কোভিড চিকিত্সাকেন্দ্র, মোদী পাশে, বললেন শাহ

Jun 28, 2020, 00:06 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনার দাপট বাড়ছে রাজধানীতে। এহেন পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম কোভিড হাসপাতাল চালু হল দিল্লিতে। 

2/5

হাসপাতালে চিকিত্সার দায়িত্বে রয়েছে ইন্দো-তিবেটান বর্ডার পুলিস। আইটিবিপি-র  ১৭০ জন ডাক্তার ও  ৭০০-র বেশি স্বাস্থ্যকর্মী মোতায়েন রয়েছেন হাসপাতালে। 

3/5

দিল্লির ছতরপুরে রাধা স্বামী ব্যাসের চত্বরে তৈরি হয়েছে হাসপাতালটি। নাম দেওয়া হয়েছে, সর্দার পটেল কোভিড কেয়ার সেন্টার। ওই হাসপাতালে রয়েছে ১০,০০০টি। দাবি করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম কোভিড হাসাপাতাল এটিই। 

4/5

শনিবার হাসপাতালটি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। হাসপাতালে গিয়ে গোটা ব্যবস্থা খতিয়ে দেখেন শাহ। কথা বলে আধিকারিকদের সঙ্গে। পরে তিনি টুইট করেন, মানুষকে সবরকম সহযোগিতা করতে বদ্ধপরিকর মোদী সরকার। 

5/5

অমিত শাহ টুইটারে লিখেছেন,''আইটিবিপি আধিকারিকরা হাসপাতালটি চালাবেন। দেশ ও দিল্লির মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতার কোনও সীমা নেই। ওনাদের সাহসিকতাকে কুর্নিশ করছি।''