1/5
ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এমনই আশঙ্কাজনক তথ্য উঠে আসছে ব্লুমবার্গের করোনাভাইরাস ট্র্যাকারের হিসাবে। অর্থাত্ সংক্রমণের নিরিখে বিশ্বে তৃতীয় হলেও বিশ্বের অন্য সব দেশের তুলনায় ভারতে করোনার গ্রোথ রেট বেশি। ভারতে করোনা আক্রান্তের বৃদ্ধি গত সপ্তাহের তুলনায় ২০ শতাংশের বেশি।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
অন্যদিকে ভারতের মতো বিপুল জনসংখ্যার ও জনঘনত্বের দেশে টেস্টিং যে মোটেও সহজসাধ্য না তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। টেস্টিংয়ে গতি আনতে সোমবারই মুম্বই, নয়ডা ও কলকাতায় তিনটি COBAS ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে প্রতি দিন প্রায় ৪,০০০ টেস্ট একসঙ্গে ও দ্রুত করা যাবে বলে জানিয়েছেন তিনি। ফলে টেস্টিংয়ের গতি বেশ খানিকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। হবে নির্ভুলও।
5/5
photos