স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

Aug 15, 2018, 10:54 AM IST
1/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

সাল ১৯৫২, ক্রিকেটে প্রথম সিরিজ জয় ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ২-১-এ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দিল্লি এবং মুম্বই, পরপর দুটি টেস্ট জিতেছিল ভারতীয় দল।

2/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

সাল ১৯৬১-৬২, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সিরিজ জয় ভারতের। নারি কন্ট্রাক্টরের নেতৃত্বাধীন ভারত ৫ টেস্টের সিরিজ জিতেছিল ২-০-তে। প্রথম তিনটি টেস্ট ড্র হলেও শেষ দুটি টেস্টে বাজিমাত করেছিলেন অলরাউন্ডার সেলিম দুরানি। 

3/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

সাল ১৯৬৭, উপমহাদেশের বাইরে ভারতের প্রথম সিরিজ জয়। নিউ জিল্যান্ড-কে ৩-১-এ হারিয়েছিল মনসুর আলি খান পতৌদির ভারত।

4/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

১৯৭১, অজিত ওয়াদেকরের ভারত হারায় প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ-কে। দিলীপ সরদেশাই এবং সুনীল গাভস্কর, এই দুই মুম্বইকরই ছিলেন ক্যারিবিয়ান জয়ের  নায়ক।

5/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

ওই একই বছর ইংল্যান্ডেও সিরিজ জিতেছে ভারত। 

6/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

১৯৮৩, ভারতের ঐতিহাসিক প্রুডেনশিয়াল কাপ (বিশ্বকাপ) জয়। সেমি ফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-কে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

7/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

ওই বছরই স্যার ডন ব্র্যাডম্যানের সর্বকালের সেরা ২৯ টেস্ট শতরানের রেকর্ড ভেঙে দেন সুনীল গাভস্কর। 

8/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

১৯৮৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পাকিস্তান-কে হারিয়ে ইতিহাস তৈরি করে ভারত। ক্রিকেটের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপেই আবিষ্কার হন রবি শাস্ত্রী। 

9/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

সাল ১৯৮৭, পাকিস্তান-কে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করে ভারত। কলকাতার ইডেনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফাইনাল। চ্যাম্পিয়ন হয় অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া।

10/10

স্বাধীন ভারতের ক্রিকেট কৃতিত্ব

ওই বছরই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের শৃঙ্গে পৌঁছন মাস্টার সুনীল গাভস্কর।