India vs Pakistan | Women's T20 World Cup 2024: বিশ্বকাপে সবুজ দেখলেই আগুন জ্বলে ভারতের, এবার দুবাইয়েও তল পেল না পাকিস্তান!
IND-W vs PAK-W, T20 World Cup 2024: হাফ ডজন উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের খাতা খুললেন হরমনপ্রীতরা...
1/5
ভারত বনাম নিউ জিল্য়ান্ড, মহিলাদের ২০ ওভারের বিশ্বকাপ
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হয়েছিল নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে। কিন্তু শুরুতেই ভারত মুখ থুবড়ে পড়েছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোফি ডিভাইনের টিম ৪ উইকেটে ১৬০ রান তুলেছিল। হরমনপ্রীত কৌররা সেই রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ১০২ রানে অলআউট হয়ে গিয়েছিল। ৫৮ রানে হারার পর ভারতের বিস্তর সমালোচনা হয়েছিল। দু'দিন পরেই ছবি বদলে গেল!
2/5
ভারত বনাম পাকিস্তান, মহিলাদের ২০ ওভারের বিশ্বকাপ
photos
TRENDING NOW
3/5
এদিন টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান
4/5
ভারতের ইনিংস
পাকিস্তানের এই রান তাড়া করতে নেমে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে হেসেখেলে ম্য়াচ বার করে নেয়। ভারতের হয়ে শেফালি বর্মা ওপেন করতে নেমেছিলেন স্মৃতি মন্ধানার সঙ্গে। স্মৃতি ৭ রান করে আউট হয়ে যান। এরপর শেফালি ফেরেন ৩৫ বলে ৩২ রান করে। তিনে নেমে জেমিমা রডরিগেজ ২৮ বলে ২৩ রান করেন। ২৪ বলে ২৯ রান করে আহত-অবসৃত হন হরমনপ্রীত। পাঁচে নেমে রিচা ঘোষকেও ফিরতে হয়েছিল খালি হাতে। দীপ্তি শর্মা (৭) ও সজিবন সজনা (৪) জয়ের রান তুলে দেন অপরাজিত ইনিংস খেলে।
5/5
ভারত বনাম শ্রীলঙ্কা
photos