বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

| Nov 13, 2018, 15:32 PM IST
1/7

1

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে একটি মাত্র বাউন্ডারি মারেন রোহিত শর্মা। ওই একটি চার মেরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০টি চারের মাইলস্টোন স্পর্শ করেন রোহিত শর্মা।  

2/7

2

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০০ চারের মাইলস্টোন স্পর্শ করলেন 'হিটম্যান'।

3/7

3

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার মেরেছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ৮০ ম্যাচে ২২৩টি চার মেরেছেন তিনি।  

4/7

4

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# তালিকায় দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। ৬৫ ম্যাচে ২১৮টি চার শাহজাদের নামের পাশে।  

5/7

5

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাউন্ডারির তালিকায় তিন নম্বরে বিরাট কোহলি। ৬২ ম্যাচে বিরাটের চার ২১৪ টি।  

6/7

6

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# তালিকায় চার নম্বরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৭৫ ম্যাচে ২০০টি চার মেরেছেন তিনি।

7/7

7

বিরাটের পর ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ চারের নজির গড়লেন রোহিত

# ২০০ টি চার মেরেছেন রোহিত শর্মাও। কিন্তু গাপটিলের চেয়ে বেশি ম্যাচ খেলায় তিনি পাঁচ নম্বরে। রোহিত ৮৭টি ম্যাচে ২০০টি বাউন্ডারি মেরেছেন।