দেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পাকিস্তান প্রিমিয়র লিগ সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স!

| Feb 16, 2019, 16:35 PM IST
1/5

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পর থেকে রাগে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে ভারতীয় জনগণ। এরই মাঝে ইমরান খানের দেশে শুরু হল পাকিস্তান প্রিমিয়র লিগ। 

2/5

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তান প্রিমিয়র লিগের উদ্বোধন হয়ে গেল। গ্রুপ লিগ পর্যন্ত পিএসএল-এর সব ম্যাচ আমিরশাহিতে আয়োজিত হবে। কিন্তু প্লে অফ-এর ম্যাচগুলি হবে পাকিস্তানে। 

3/5

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতের রিলায়েন্স গোষ্ঠী। পিএসএল-এর কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলি সম্প্রচারের সত্ত্ব কিনেছিল রিলায়েন্স। 

4/5

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

এবারের পিএসএল-এ বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে। যেমন- প্রতিটি স্টেডিয়ামে ৩৩টি ক্যামেরা থাকবে ম্যাচ সম্প্রচারের জন্য। আলট্রা মোশন, সুপার স্লো মোশন ক্যামেরা, বগি ক্যাম, ড্রোন, স্পাইডার ক্যাম থাকবে। 

5/5

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স

পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্কে তলানিতে ঠেকেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পিএসএল-এর সম্প্রচারের দায়িত্বে রিলায়েন্স। চুক্তি যেহেতু আগেই হয়েছে তাই তা লঙ্ঘন করে বেরিয়ে আসা এই মুুহূর্তে তাদের পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত, দুবাই, আবু ধাবি ও শারজায় হবে পিএসএল-এর ম্যাচগুলি।