জখম বাঘ বেশি ভয়ঙ্কর, বোঝালেন ইশান পোড়েল

Feb 04, 2018, 11:49 AM IST
1/8

Under 19 champ

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশকে গর্বিত করেছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশকে গর্বিত করেছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা।

2/8

Ishan final

এই বিশ্বজয়ী দলে রয়েছেন বাংলার পেসার ইশান পোড়েল। ফাইনালে উইকেটও পেয়েছেন। ভারতীয় দলের ভবিষ্যত হয়ে উঠতে চলেছেন বঙ্গসন্তান।

এই বিশ্বজয়ী দলে রয়েছেন বাংলার পেসার ইশান পোড়েল। ফাইনালে উইকেটও পেয়েছেন। ভারতীয় দলের ভবিষ্যত হয়ে উঠতে চলেছেন বঙ্গসন্তান। 

3/8

Ishan porel

প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন। তবে চোটও বাধা হতে পারেনি বঙ্গ সন্তান ইশান পোড়েল। চোট নিয়েই খেলেছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান। তবে চোটও বাধা হতে পারেনি বঙ্গ সন্তানের। চোট নিয়েই খেলেছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

4/8

Ishan break through

চন্দননগরের ছেলে ইশান পোড়েল ফাইনালে ৬ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন। দলকে প্রথম ব্রেক থ্রু দিয়েছেন।

চন্দননগরের ছেলে ইশান পোড়েল ফাইনালে ৬ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন। দলকে প্রথম ব্রেক থ্রু দিয়েছেন। 

5/8

Boys in blue

শনিবার 'বয়েজ ইন ব্লু' চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগর বাংলার ইশান পোড়েল।

শনিবার 'বয়েজ ইন ব্লু' চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগর বাংলার ইশান পোড়েল। 

6/8

Ishan is unfit

তিনি আরও বলেন, ''পুরোপুরি সুস্থ না হয়েও ৩টি ম্যাচ খেলেছেন ইশান। নিউজিল্যান্ড আধুনিক চিকিত্সাও অনেকটা সাহায্য করেছে।''

তিনি আরও বলেন, ''পুরোপুরি সুস্থ না হয়েও ৩টি ম্যাচ খেলেছেন ইশান। নিউজিল্যান্ড আধুনিক চিকিত্সাও অনেকটা সাহায্য করেছে।'' 

7/8

Bivash das added

তিনি আরও বলেন, ''পুরোপুরি সুস্থ না হয়েও ৩টি ম্যাচ খেলেছেন ইশান। নিউজিল্যান্ড আধুনিক চিকিত্সাও অনেকটা সাহায্য করেছে।''

তিনি আরও বলেন, ''পুরোপুরি সুস্থ না হয়েও ৩টি ম্যাচ খেলেছেন ইশান। নিউজিল্যান্ড আধুনিক চিকিত্সাও অনেকটা সাহায্য করেছে।'' 

8/8

Coach suggestion

কোচ বিভাস দাসের পরামর্শ, ''ফিরে এসে কয়েকদিন ওর বিশ্রাম নেওয়া দরকার। তারপর বিজয় হাজারে ট্রফিতে খেলা ঠিক হবে না।''

কোচ বিভাস দাসের পরামর্শ, ''ফিরে এসে কয়েকদিন ওর বিশ্রাম নেওয়া দরকার। তারপর বিজয় হাজারে ট্রফিতে খেলা ঠিক হবে না।''