২০১৮-র ICC বর্ষসেরা একদিনের একাদশে অধিনায়ক কোহলি, রমরমা ভারতীয়দের

Jan 22, 2019, 18:24 PM IST
1/12

আইসিসি-র পুরষ্কার মঞ্চে বিরাট কোহলির জয়জয়কার। ক্রিকেটের নিয়ামক সংস্থা বর্ষসেরা একাদশেও ভারতীয়দের রমরমা। তালিকায় ৪জন ক্রিকেটার ভারত ও ইংল্যান্ডের। নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তানের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।  

2/12

রোহিত শর্মা (ভারত)

ওপেনিংয়ে তাঁকে ছাড়া আর কাউকে বাছার সুযোগ দেননি হিটম্যান। ১৯টি ইনিংসে রান করেছেন ১০৩০। তার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৩টি অর্ধ শতরান। ২০১৮ সালে অধিনায়কত্ব করে দেশকে এশিয়া কাপও দিয়েছেন রোহিত শর্মা।

3/12

জোনথন বেয়ারেস্টো (ইংল্যান্ড)

ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জোনাথন বেয়ারেস্টোর ২২টি ইনিংসে সংগ্রহ ১০২৫ রান। ৪টি শতরান ও ২টি অর্ধ শতরান।

4/12

বিরাট কোহলি (ভারত)

বর্ষসেরা একাদশের অধিনায়ক বিরাট কোহলি। আর তিন নম্বরে তাঁকে ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই ক্রিকেট বিশ্বে। ১৪টি একদিনের ম্যাচে বিরাটের সংগ্রহে ১২০২ রান। রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩টি অর্ধ শতরান। 

5/12

জো রুট (ইংল্যান্ড)

মিডল অর্ডারে ইংল্যান্ডের অন্যতম ভরসা জো রুট। তাঁর সংগ্রহে ৯৪৬ রান। ৩টি শতরান ও ৫টি অর্ধ শতক।  

6/12

রস টেলর (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর ১০টি ইনিংসে তুলেছেন ৬৩৯ রান। তাঁর খাতায় রয়েছে একটি শতরান ও ৪টি অর্ধ শতরান।

7/12

জোস বাটলার (ইংল্যান্ড)

বিশ্বসেরা একাদশের উইকেটকিপার হিসেবে মনোনীত হয়েছেন ইংল্যান্ডের জোস বাটলার। ২টি সেঞ্চুরি, ৪টি হাফ সেঞ্চুরি-সহ তাঁর রান ৬৭১। ২৬টি ক্যাচও ধরেছেন। 

8/12

বেন স্টোকস (ইংল্যান্ড)

৭ নম্বরে নামছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ১০টি ইনিংসে স্টোকস তুলেছেন ৩১৩ রান। বল হাতে ১১টি ইনিংসে তুলেছেন ৫টি উইকেট।

9/12

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

২৯টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের দ্রুতগতির বোলার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে ১০টি উইকেট তুলে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি হন এই তিনি। 

10/12

রশিদ খান (আফগানিস্তান)

বছরে ৪৮টি উইকেট ঝুলিতে পুরেছেন আফগান স্পিনার রশিদ খান। 

11/12

কুলদীপ যাদব (ভারত)

১৯টি ইনিংসে ৪৫টি উইকেট পেয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। 

12/12

জসপ্রীত বুমরা (ভারত)

১৩টি ইনিংসে ২২টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ডেথ ওভারে তাঁর ইয়র্কার সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা।