পরের বছর শ্রীলঙ্কায় নিয়ে যাব, স্ত্রী সানিয়া মির্জাকে কথা দিলেন শোয়েব মালিক

Dec 05, 2020, 12:52 PM IST
1/5

সাত মাস তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। তবে এখন তাঁর স্ত্রী সানিয়া ও ছেলে ইজহান পাকিস্তানে রয়েছেন তাঁর সঙ্গে।

2/5

লকডাউনে সানিয়া ছিলেন ভারতে। শোয়েব পাকিস্তানে। ফলে দুজনের দীর্ঘদিন দেখা হয়নি। এর পর কয়েক সপ্তাহের জন্য দুবাইতে তাঁদের দেখা হয়। তখন দীর্ঘ সাত মাস পর ছেলের সঙ্গে সময় কাটাতে পারেন শোয়েব।  

3/5

পাকিস্তান সুপার লিগে খেলার সময়ই সানিয়া সেখানে যান। শোয়েব এখন শ্রীলঙ্কায়। লঙ্কান প্রিমিয়র লিগ খেলছেন। আর তিনি এবার জানিয়ে দিলেন, পরের বছর অবশ্যই স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় যাবেন।

4/5

শোয়েব বলেছেন, পরিবারকে ছাড়া অন্য দেশে দীর্ঘদিন টুর্নামেন্ট খেলতে যেতে হয় আমাদের। অনেক সময় মন খারাপ করে। তবে আমার ছেলে ছোট। তাই ওকে সঙ্গে নিয়ে সফর করাটা সমস্যার হয়ে দাঁড়ায়। কিন্তু সানিয়াকে কথা দিয়েছি, পরেরবার ওদের নিয়ে শ্রীলঙ্কায় থাকব।   

5/5

শোয়েব আরও বলেছেন, শ্রীলঙ্কার মানুষের আতিথেয়তা আমার খুব পছন্দের। এখানে আমার অনেক বন্ধু। আশা করছি, সানিয়ারও শ্রীলঙ্কায় এলে মন ভাল হয়ে যাবে।