1/5
''হিন্দু ধর্মাবলম্বী হয়েও পাকিস্তানের জন্য খেলেন। আবার জয় শ্রীরাম ধ্বনিও দেন।" এমনই কথা শুনতে হয়েচিল দানিশ কানেরিয়াকে। পাকিস্তানে এমনিতেই তাঁকে হাজার সমালোচনা সহ্য করতে হয়। স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত ছিলেন বলে আজীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত। একই দোষে পাকিস্তানের অন্য ক্রিকেটাররা ফিরেছেন ক্রিকেটে। তবে পিসিবি তাঁকে রেয়াত করছে না।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
কানেরিয়া জবাবে বলেছেন, ''আমি কোনওদিন ধর্মের কার্ড চালিনি। আমি হিন্দু হয়েও পাকিস্তানের হয়ে খেলে গর্বিত। পাকিস্তান আমার দেশ। নিজের দেশের হয়ে খেলাটা আমার কাছে গর্বের। আমি সব সময় পিসিবির দ্বিচারিতা নিয়ে কথা বলেছি। আমার প্রতি পিসিবির জিরো টলারেন্স। বাকিদের ছাড় দেওয়া হয়। আমি পাক বোর্ডের কর্তাদের এই মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছি সব সময়। আমি যেমন হিন্দু হয়ে গর্বিত। তেমনই পাকিস্তানের হয়ে খেলতে পেরেও সম্মানিত।''
5/5
photos