হিরে ব্যবসায়ী খুনের অভিযোগে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাঙালি অভিনেত্রী দেবলীনার
Dec 11, 2018, 10:33 AM IST
1/10
pic1000
মুম্বইয়ের পনভেলের কাছে একটি পানশালার পাশ থেকে উদ্ধার করা হয় হিরে ব্যবসায়ী সচিন পাওয়ারের দেহ, এরপরই অসম থেকে পুলিসি হেফাজতে নেওয়া হয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে, এরপরই ছড়িয়ে পড়ে বাঙালি অভিনেত্রীর আটকের খবর, যা একেবারেই সত্যি নয় বলে স্পষ্ট জানান দেবলীনা
2/10
pic9
সচিন পাওয়ারের সঙ্গে 'সাথ নিভানা সাথিয়া'-য় তাঁর সহঅভিনেতা আশীষ শর্মার পরিচয় রয়েছে, তাঁরা দু'জনে একসঙ্গে কাজও করছেন টেলিভিশনে, সেই সূত্রেই সচিন পাওয়ারের সঙ্গে তাঁর যোগাযোগ বলে জানান দেবলীনা
photos
TRENDING NOW
3/10
pic8
রাজেশ্বর উড়ানির মোবাইল থেকে নয়, তাঁর ফোন নম্বর সচিন পাওয়ারের ফোন থেকে মিলেছে বলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দেবলীনা
4/10
pic7
হিরে ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি খুনের ঘটনায় তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বাঙালি অভিনেত্রী
5/10
pic6
তিনি আপাতত বাড়িতে আছেন, ভাল আছেন বলে জানান দেবলীনা
6/10
pic5
সচিন পাওয়ার নয়, তিনি মায়ের সঙ্গে থাকেন বলেও জানান দেবলীনা ভট্টাচার্য
7/10
pic4
হিরে ব্যবসায় রাজেশ্বর উড়ানি খুনের ঘটনায় সচিন পাওয়ার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সচিন পাওয়ারের সঙ্গে দেবলীনা লিভ ইন করতেন না বলে স্পষ্ট জানান বাঙালি অভিনেত্রী
8/10
pic3
জিজ্ঞাসাবাদ করা আর আটক করা যে এক জিনিস নয়, সেটা সংবাদমাধ্যম পরিষ্কার করে কিছু জানায়নি
9/10
pic2
সবকিছু না জেনেবুঝে সংবাদমাধ্যম কেন অযথা কথা লিখে ছড়িয়ে দেয়, সেই প্রশ্নও তোলেন 'গোপী বহু'
10/10
pic1
ফোনের সুইচ বন্ধ করে রেখেছেন বলে জানান মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী