সোশ্যালে মদের গ্লাস হাতে ছবি পোস্ট, নেটিজেনদের সমালোচনার মুখে হুমা কুরেশি

Dec 13, 2020, 20:50 PM IST
1/6

বলিউড, থেকে টলিউড, আজকাল সব তারকাই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতে থাকেন। অনুরাগীদের কাছে পৌঁছনোর অন্যতম মাধ্যম এখন টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণেই ট্রোলিংয়ের শিকার হতে হয় তারকাদের।    ছবি-ইনস্টাগ্রাম  

2/6

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংস্থার বিজ্ঞাপনে মদের গ্লাস হাতে ছবি পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী হুমা কুরেশি। যেটি পোস্ট করে হুমা লিখেছেন, ''শীতেও এখন মুম্বইয়ে গ্রীষ্মকালে মতোই অনুভূতি হয়, তখন আপনি এভাবেই নিজেকে রিফ্রেশ রাখতে পারেন।''     ছবি-ইনস্টাগ্রাম

3/6

এখানেই শেষ নয়, কীভাবে মদ, লেবু ও বরফ কুচি নির্দিষ্ট অনুপাতে মেশাতে হবে, সেই পরামর্শও দিয়েছেন হুমা। আর এতেই তাঁর উপর বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ।   ছবি-ইনস্টাগ্রাম

4/6

কট্টরপন্থীরা লিখেছেন, ''মুসলিম হয়ে কীভাবে মদ্যপান করতে পারেন!'' কেউ লিখেছেন, ''মুসলিমদের ইজ্জত রাখুন''।   ছবি-ইনস্টাগ্রাম

5/6

কেউ আবার লিখেছেন, 'ইসলামে মদ্যপান হারাম'। কারোর কথায়, ''আপনারা টাকার জন্য সবকিছু করতে পারেন দেখছি''।কারোর পরামর্শ ''সানা খানের থেকে শিক্ষা নেওয়া উচিত (প্রসঙ্গত, ধর্মের টানে অভিনয় ছেড়েছেন সানা খান, সম্প্রতি তিনি এক মৌলানাকে বিয়েও করেছেন)''।   ছবি-ইনস্টাগ্রাম

6/6

যদিও সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। সমালোচনার মুখে হুমা কুরেশি অবশ্য কোনও মন্তব্য করেননি।   ছবি-ইনস্টাগ্রাম