বোন পশমিনার সঙ্গে সকলের পরিচয় করালেন হৃত্বিক রোশন

May 31, 2020, 17:30 PM IST
1/10

বোন পশমিনা রোশনের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন হৃত্বিক রোশন। সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্টে বোনের সঙ্গে আলাপ করিয়ে দেন হৃত্বিক। 

2/10

পশমিনা রোশন হৃত্বিক রোশনের কাকা, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে। 

3/10

পশমিনার সঙ্গে আলাপ করিয়ে হৃত্বিক লিখেছেন, ''তোমর জন্য গর্বিত পশমিনা। তোমার যথেষ্ঠ প্রতিভা রয়েছে। তুমি যেখানে পৌঁছবে, আলোকিত করে তুলবে। তোমার মধ্যে জাদু আছে। তুমি আমাদের পরিবারের সদস্য, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত গোটা বিশ্ব খুব শীঘ্রই তোমার সম্পর্কে এই কথাটাই অনুভব করবে। যার কারণ, তুমি তোমার বয়সে যথেষ্ঠ বুদ্ধিমতী এবং সুন্দরী। তুমি অভিয় জগতে আসো বা না আসো তুমি এমনিতেই তারকা, ভালোবাসা রইল।''

4/10

সম্প্রতি মুম্বইয়ে বেরি জোনস অভিনয় স্কুল থেকে অভিনয় শিখেছেন পশমিনা।

5/10

খুব শীঘ্রই পশমিনা বলিউডে পা রাখবেন বলে শোনা যাচ্ছে। 

6/10

হৃত্বিক নিজেও তুতো বোনের বলিউডে পা রাখা নিয়ে যথেষ্ঠ উৎসাহী।

7/10

তবে পশমিনা ঠিক কবে, কোন ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন, তা এখনও বিশদে জানা যায়নি।

8/10

হৃত্বিকের বোন পশমিনার বয়স বর্তমানে ২৪ বছর।

9/10

পশমিনা হৃত্বিকের ভীষণই কাছের একজন। 

10/10

নেটিজেনদের অনেকেই মনে করছেন পশমিনা বলিউডে পা রাখলে অনেককেই টেক্কা দেবেন।