৪০ লক্ষ মানুষ নাগরিক পঞ্জিকরণের তালিকায় নেই। তাঁদের ভবিষ্যত কী হতে চলেছে এখনও পর্যন্ত জল্পনার বিষয়। তবে, স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাস, এটি চূড়ান্ত তালিকা নয়। যাঁদের নাম নেই তাঁরা ফের আবেদন করার সুযোগ পাবেন।
2/8
Assam_2
৩ কোটি ২৯ লক্ষ আবেদনকারীর মধ্যে ২.৯ কোটির নাম প্রকাশ হয় সোমবার সকালে। বলা হচ্ছে, এটি আদতে খসড়া মাত্র। এর পরও আরও মানুষকে অন্তর্ভুক্ত করা হবে এবং তৈরি হবে চূড়ান্ত তালিকা।
photos
TRENDING NOW
3/8
Assam_3
কী করে জানবেন ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন-এ আপনার নাম নথিভুক্ত হয়েছে কি না! অসম সরকারের তরফের কয়েকটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই তথ্য। আপনিও যাচাই করে নিতে পারেন ওই ওয়েবসাইট থেকে।