ছেঁড়া-ফাটা ২০০০ ও ২০০ টাকার নোট বদলে নতুন নিয়ম আরবিআইয়ের

Sep 08, 2018, 20:36 PM IST
1/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

নতুন ২০০০ ও ২০০ টাকার নোট ছিঁড়ে গিয়েছে। কীভাবে বদলাবেন? ভেবে পাচ্ছেন না তো! আদৌ কি বদলানো সম্ভব? নোট বদলানোর নতুন নির্দেশিকা জারি করল আরবিআই। 

2/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

নতুন ২০০০ ও ২০০ টাকার নোট বদল নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নোটবন্দির পর যে নতুন মূল্যের যে দুটি নোট এসেছে, তা কীভাবে বদল করা হবে, সেটাই বলা হয়েছে ওই নির্দেশিকায়। 

3/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

এখনও পর্যন্ত ৫,১০,২০,৫০,১০০ ও ১০০০ টাকার নোট বদলের পদ্ধতি ইতিমধ্যেই রয়েছে। কিন্তু নতুন ২০০ ও ২০০০ টাকার নোট বদলে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। যেহেতু নতুন নোটের আকার বদলে গিয়েছে। এব্যাপারে আরবিআইয়ের কোনও নির্দেশিকা ছিল না।

4/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

জনসাধারণের সমস্যা সমাধানে নোট রিফান্ড আইন (২০০৯) সংশোধন করেছে আরবিআই। তাতে নতুন ২০০০ ও ২০০ টাকার নোট বদলের নয়া নিয়ম উল্লেখ করা হয়েছে। 

5/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

নতুন নিয়মে বলা হয়েছে, ২০০০ টাকার নোটের আকার ৮৮ বর্গ সেন্টিমিটার পর্যন্ত থাকলে পুরো মূল্য ফেরত পাওয়া যাবে। ৪৪ বর্গ সেন্টিমিটার পর্যন্ত আকার অক্ষত থাকলে অর্ধেক মূল্য ফেরত পাবেন। উল্লেখ্য, ২০০০ হাজার টাকার নোটের আকার ১০৯.৫৬ বর্গ সেন্টিমিটার।   

6/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

২০০ টাকার নোটের ক্ষেত্রে আকার ৭৮ বর্গ সেন্টিমিটার অক্ষত থাকলে পুরো মূল্য ফেরত। ৩৯ বর্গ সেন্টিমিটার পর্যন্ত অক্ষত থাকলে অর্ধেক মূল্য ফেরত মিলবে।

7/7

২০০০ ও ২০০ টাকার নোট বদল কীভাবে?

2000 notes

ফলে এবার থেকে বেসরকারি ও সরকারি ব্যাঙ্কে ছেঁড়া-ফাটা ২০০০ ও ২০০ টাকার নতুন নোট বদল করতে পারবেন।