রেল কার্ফু : রিফান্ডের টাকা কীভাবে পাবেন যাত্রীরা? স্পষ্ট করল ভারতীয় রেল

Mar 23, 2020, 19:59 PM IST
1/5

শ্রেয়সী গাঙ্গুলি : করোনার সংক্রমণ রুখতে ৩১ মার্চ পর্যন্ত রেলে কার্ফু বলবৎ থাকবে। এই সময়ে লোকাল, প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি বাতিল থাকছে দূরপাল্লার ট্রেনও।   

2/5

এখন ট্রেন বাতিল বা টিকিট বাতিলের ক্ষেত্রে টাকা রিফান্ড কীভাবে হবে? আশ্বস্ত করলেন পূর্ব রেলের সিপিআরও। পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, ২১ জুনের মধ্যে সবাই রিফান্ডের সব টাকা পেয়ে যাবেন।   

3/5

রেল সূত্রে খবর, ২১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যে ট্রেনগুলি ভারতীর রেলের তরফে বাতিল করা হয়েছে, সেই ট্রেনগুলির ক্ষেত্রে রিফান্ডের টাকা যাত্রীরা কাউন্টারে টিকিট জমা দিয়ে যাত্রা তারিখের ৪৫ দিনের মধ্যে পেয়ে যাবেন।

4/5

দ্বিতীয় ক্ষেত্রে, যদি ট্রেন না বাতিল হয়ে থাকে, কিন্তু যাত্রীরা যেতে অনিচ্ছুক। সেক্ষেত্রে স্টেশনে এসে যাত্রীদের যাত্রা তারিখের ৩০ দিনের মধ্যে TDR বা টিকিট ডিপোসিট রিসিপ্ট পূরণ করে জমা দিতে হবে।  

5/5

এক্ষেত্রে জমা দেওয়ার ৬০ দিনের মধ্যে মিলবে টাকা। তাই রিফান্ডের টাকা মার যাবে না, তা মিলবেই। আশ্বস্ত করছে ভারতীয় রেল।