'ফণি'র জেরে আগামী দু'দিন দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টিপাত? জেনে নিন

May 02, 2019, 16:15 PM IST
1/15

বৃষ্টিপাতের পরিমাণ

নিজস্ব প্রতিবেদন: ফণির জেরে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। একনজরে দেখে নিন কোন জেলায় কত বৃষ্টি হতে পারে-  

2/15

বৃষ্টিপাতের পরিমাণ

কলকাতায়: শুক্রবার- ১৭ মিলিমিটার। শনিবার- ২৩ মিলিমিটার।   

3/15

বৃষ্টিপাতের পরিমাণ

হাওড়া: শুক্রবার-২৩ মিলিমিটার। শনিবার- ২৯ মিলিমিটার।

4/15

বৃষ্টিপাতের পরিমাণ

হুগলি: শুক্রবার- ১০ মিলিমিটার। শনিবার- ৩৩ মিলিমিটার।   

5/15

বৃষ্টিপাতের পরিমাণ

উত্তর ২৪ পরগনা: শুক্রবার- ১৭ মিলিমিটার, শনিবার-৩২ মিলিমিটার।   

6/15

বৃষ্টিপাতের পরিমাণ

দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার- ১৮ মিলিমিটার। শনিবার- ২৫ মিলিমিটার

7/15

বৃষ্টিপাতের পরিমাণ

পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ:  শুক্রবার- ২৪ মিলিমিটার। শনিবার- ২৪ মিলিমিটার।

8/15

বৃষ্টিপাতের পরিমাণ

পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ: শুক্রবার-২৪ মিলিমিটার। শনিবার- ৬৭ মিলিমিটার।

9/15

বৃষ্টিপাতের পরিমাণ

বাঁকুড়া: শুক্রবার- ১১ মিলিমিটার। শনিবার-৬৭ মিলিমিটার।

10/15

বৃষ্টিপাতের পরিমাণ

পুরুলিয়া: শুক্রবার-১৪ মিলিমিটার। শনিবার- ৬৭ মিলিমিটার। 

11/15

বৃষ্টিপাতের পরিমাণ

ঝাড়গ্রাম: শুক্রবার-২২ মিলিমিটার। শনিবার-৬৭ মিলিমিটার।   

12/15

বৃষ্টিপাতের পরিমাণ

নদিয়া: শুক্রবার- ৯ মিলিমিটার। শনিবার- ৭৫ মিলিমিটার। 

13/15

বৃষ্টিপাতের পরিমাণ

বর্ধমান: শুক্রবার- ৭ মিলিমিটার। শনিবার- ৬০ মিলিমিটার। 

14/15

বৃষ্টিপাতের পরিমাণ

বীরভূম: শুক্রবার-০ মিলিমিটার। শনিবার-৮২ মিলিমিটার। 

15/15

বৃষ্টিপাতের পরিমাণ

মুর্শিদাবাদ: শুক্রবার- ৮ মিলিমিটার। শনিবার- ১১৮  মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলায়।