Horoscope Today: সম্পর্ক বজায় রাখায় সতর্ক হোন কর্কটরা, পরিবারকে গুরুত্ব দিন বৃশ্চিকরা

Feb 21, 2023, 08:37 AM IST
1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

আজ আপনার শক্তি ও মনের জোর তুঙ্গে থাকবে। এই দিনের সুযোগ নিন। মানুষজন আপনার অগ্রগতি রোখার চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবে।

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

আজ আপনার দিন। যা করবেন তাতেই মানুষের প্রসংশা পাবেন। ব্যবসায় বাধা আসবে। কিন্তু সেই বাধা পার করবেন অনায়াসেই।

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

ভালো বন্ধু খোঁজ পাবেন। টিমওয়ার্ক সফল হবে। কোনও কিছু করার আগে অন্যের পরামর্শ নিন। এতে আপনার ভালোই হবে। আজ আপনার কথা সবাই শুনবে কিন্তু ভেবেচিন্তে পা ফেলতে হবে।

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাকে অনেক কিছুই বলে দেবে। তাই আপনি বুঝতে পারবেন কী হতে চলেছে। সেই মতো সিদ্ধান্ত নিন। সম্পর্ক বজায় রাখা ব্যাপারে সতর্ক হোন।

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

ব্যক্তিগত ও কাজের জায়গায় আপনার সম্পর্ক অন্যদিকে মোড় নিতে পারে। মনে হতে পারে কেউ আপনার যোগ্যতাকে খাটো করার চেষ্টা করছে। সতর্ক হোন। কাজের জায়গায় আপনার মত গ্রহণযোগ্য হবে কিন্তু অন্যের মতকে গুরুত্ব না দিলে সমস্যায় পড়তে পারেন। 

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

আপনার পাশাপাশি বহু বাধা আজ দূর হয়ে যাবে। কাজের জায়গা, ব্যক্তিগত জীবনে আপনি ভালো করবেন। আসেপাশে অনেক কিছুই ঘটবে কিন্তু তার সঙ্গে আপনাকে ব্যালান্স করে চলতে হবে।

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

খুব বেশি ভদ্রতা করবেন না। এতে আপনার কৃতিত্ব অন্য কেউ ছিনিয়ে নিতে পারে। ভদ্রতা ও সতর্কতার মধ্যে একটা লাইন টানার চেষ্টা করুন। আপনার কাজকে আজ গুরুত্ব দিন।

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

পরিবারকে গুরুত্ব দিন। আপনার সমস্যার বহুকিছু এতে সমাধান হয়ে যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভালো।

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

খুব বেশি স্পটলাইটে থাকার চেষ্টা করবেন না। কারণ আজ চারপাশের মানুষজন আপনার খুঁত খোঁজার চেষ্টা করবে। এতে আপনার মানসিক জোরে চিড় ধরতে পারে। 

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

জীবনে কি এমন কেউ রয়েছে যাকে আপনি গুরুত্ব দেন না? তাহলে তার কথা ভাবুন। আপনার খারাপ সময়ে উনি আপনার পাশে দাঁড়াবেন। যেসব বু্ধুর সঙ্গ বহুদিন যোগাযোগনেই তার সঙ্গে কথা বলুন। আপনার চারপাশে লোকজন প্রয়োজন।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

চারপাশের সব বাধার সঙ্গে আজ পাল্লা দিতে পারবেন। বুঝতে পারবেন এই মানসিক জোর বহুদিন আপনার সঙ্গে ছিল না। ফেল রাখা কাজ করে ফেলুন। আরামের জায়গা থেকে সরে এসে ঝুকি নিন। ফল পাবেন।

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আপনার অন্তর্মুখী মনোভাব আজ কাজ দেবে। আপনার উর্ধ্বতনরা আপনাকে পদোন্নতি দেওয়ার কথাও ভাবতে পারেন। সুশৃঙ্খল ভাবে কাজ করুন। সঠিক আচরণবিধি অনুসরণ করুন। ফল পাবেন।