তুষারে ঢাকল হিমাচলের লাহুল-স্পিতি উপত্যকা, আটকে বহু পর্যটক

Nov 03, 2018, 18:04 PM IST
1/6

s 6

s 6

নতুন করে তুষারে ঢাকল হিমাচল প্রদেশের একাধিক জেলা। শনিবার সাদা চাদরে ঢেকে গেল লাহুল, স্পিতি, কাংড়া, মান্ডি ও কিন্নর সহ একাধিক এলাকা।

2/6

S 5

S 5

লাহুল ও স্পিতি জেলায় অধিকাংশ রাস্তায় বন্ধ। লাহুল থেকে অধিকংশ রাস্তায় যান চলাচল বন্ধ করে দিল হিমাচল রোড ট্রান্সপোর্ট করপোরেশন।

3/6

S 4

S 4

রোটাং পাসে প্রবল তুষার পাতের ফলে বন্ধ করা হয়েছে মানালি-রোটাং-কেলং রোড।

4/6

S 3

S 3

লাহুলে আটকে শয়ে শয়ে পর্যটক গাড়ি। আবহাওয়া একটা ভালো হলে রাস্তা সাফ করতে নামবে বর্ডার রোড অর্গানাইজেশন।

5/6

S 2

S 2

রোটাং পাসে পড়েছে ৩০ সেমি তুষার। কেয়ং, কোকসার, উদয়পুরে পড়েছে যাথাক্রমে ১২, ১৫ ও ১০ সেন্টিমিটার তুষার। তুষারপাতের ফলে আপেলের প্রচুর ক্ষতি হবে বলে মনে করছেন চাষিরা।

6/6

s 1

s 1

শুক্রবার সকাল থেকেই পীরপঞ্জাল রেঞ্জে তুষারপাত শুরু হয়। রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিও হয়েছে।