করোনার চিকিৎসায় ‘জীবনদায়ী’ ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি!

| Jun 22, 2020, 21:22 PM IST
1/5

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

সম্প্রতি অক্সফোর্ডের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ‘ডেক্সামেথাসোন’ (Dexamethasone) প্রয়োগ করে রোগীদের মৃত্যুর হার কমিয়েছে প্রায় ৪১ শতাংশ। এই ওষুধের প্রয়োগে অক্সিজেনের সাহায্য নেওয়া গুরুতর অসুস্থ করোনা আক্রান্তদের মৃত্যুর হার কমেছে প্রায় ২৫ শতাংশ এবং স্থিতিশীল করোনা রোগীদের মৃত্যুর হার প্রায় ১৩ শতাংশ কমেছে।

2/5

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোন আসলে একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড যা ১৯৬০ সাল থেকেই বাতজনিত সমস্যা, চর্মরোগ, মারাত্মক অ্যালার্জি, হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের চিকিৎসায় প্রয়োগ করা হয়। ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার চিকিৎসায় ভারতীয় মূল্যে মোটামুটি ২০ টাকা দামের ডেক্সামেথাসোনের প্রয়োগ শুরু হয়ে গিয়েছে।

3/5

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

কিন্তু কতটা নিরাপদ এই স্টেরয়েড? এই স্টেরয়েডের সুফল সামনে এলেও এ বার এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন) ডঃ অরিন্দম বিশ্বাস এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ অরিন্দম পাণ্ডে। ডঃ বিশ্বাস জানান, স্টেরয়েডের একটি অত্যন্ত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল, এটি শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। শুধু তাই নয়, যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই স্টেরয়েডের প্রয়োগ বিপজ্জনক হতে পারে!

4/5

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডঃ অরিন্দম পাণ্ডে জানান, এই ওষুধ সকলের উপর নির্বিচারে প্রয়োগ করা যাবে না। যেমন, এই স্টেরয়েড প্রয়োগের ফলে হঠাৎ করেই বেড়ে যেতে পারে রক্তের সুগার লেভেল যা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। তাছাড়া, যাঁদের হার্টের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে হাত-পা ফোলা, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

5/5

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

ডেক্সামেথাসোনের কয়েকটি বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া!

বিশেষজ্ঞদের মতে, করোনা চিকিৎসার ক্ষেত্রে ‘ডেক্সামেথাসোন’ (Dexamethasone) একটি যুগান্তকারী প্রাপ্তি। তবে এটি কখনওই নির্বিচারে প্রয়োগ করা যাবে না। বিশেষত, যাঁদের কিডনির বা হার্টের সমস্যা রয়েছে বা যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ বিপজ্জনক হতে পারে!