১,০০০ টাকা কমিয়ে ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

| Jul 09, 2020, 11:58 AM IST
1/5

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতে ক্রমশ করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে করোনার চিকিৎসায় রেমডিসিভিরের জেনেরিক ওষুধ Cipremi বাজারে ছাড়ল ভারতের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল সংস্থা সিপলা (Cipla)।

2/5

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

করোনার চিকিৎসায় নতুন শক্তিশালী এই ওষুধ Cipremi ইতিমধ্যেই বাজারে ছাড়েছে সংস্থা। বুধবার থেকে ভারতের বাজারে ছাড়া হয়েছে রেমডিসিভিরের জেনেরিক ওষুধ Cipremi।

3/5

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

এর আগে সিপলা (Cipla) জানিয়েছিল, তাদের তৈরি রেমডিসিভিরের জেনেরিক Cipremi-এর ১০০ মিলিগ্রামের এক একটি ইনজেকশনের দাম মোটামুটি ৫,০০০ টাকা হতে পারে। তবে পূর্ব ঘোষণার চেয়ে এক ধাক্কায় ১,০০০ টাকা কমিয়ে ১০০ মিলিগ্রাম Cipremi-এর দাম ৪,০০০ টাকা করেছে সিপলা (Cipla)।

4/5

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

Cipremi হল ১০০ মিলিগ্রামের একটি ইনজেকশন যা প্রতিদিন এক ডোজ (১০০ মিলিগ্রাম) বা একবার করে ইনজেকশন দেওয়া হবে পর পর মোট পাঁচ দিন। পাঁচ দিন দেওয়ার পর Cipremi-এর ‘কোর্স’ সম্পূর্ণ হবে। অর্থাৎ, সংস্থার পূর্ব ঘোষণা অনুযায়ী, Cipremi প্রয়োগে করোনা চিকিৎসার খরচ ছিল ২৫ থেকে ৩০ হাজার টাকা যা এক ধাক্কায় ৫,০০০ টাকা সস্তা হল।

5/5

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!

ভারতে রেমডিসিভিরের জেনেরিক ওষুধ প্রস্তুতকারী অন্যান্য সংস্থাগুলির মধ্যে হেটেরো ল্যাব (Hetero Labs Ltd)-এর তৈরি Covifor-এর দাম ৫,৪০০ টাকা (১০০ মিলিগ্রাম) এবং মাইলানের (Mylan) তৈরি Desrem-এর দাম মোটামুটি ৪,৮০০ টাকা (১০০ মিলিগ্রাম)। অর্থাৎ, প্রতিযোগী সংস্থাগুলিকে অনেকটাই পিছনে ফেলে ভারতের বাজারে সবচেয়ে কম দামে Remdesivir আনল Cipla!