1/7
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বেদু পাকো বারা মাসা…’, অর্থাৎ ‘বেদু পাকে বারো মাস’। এটি কুমায়ুনের খুব জনপ্রিয় লোকগীতি। গানটি হিমালয়ের একটি ফলকে নিয়ে লেখা। ফলটির নাম ‘বেদু’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ অগস্ট তাঁর ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে এই ফলের কথা উল্লেখ করেন। এটি সাধারণত ‘হিমালয়ান ফিগ’ বা হিমালয়ের ডুমুর নামে পরিচিত।
2/7
‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরাখণ্ডে অনেক ধরনের ওষুধ ও গাছপালা পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেদু এরকমই একটি ফল। হিমালয়ান ডুমুর নামেও এটি পরিচিত। খনিজ এবং ভিটামিনে ভরপুর। বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রেও এই ফলটি ব্যবহার করা হয়'। বেদু ফলের কী গুণের বাহার, আসুন তাহলে জেনে নেওয়া যাক!
photos
TRENDING NOW
4/7
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
5/7
গবাদি পশুদের জন্যও উপকারী
6/7
শরীরের বিকাশ ঘটায়
7/7
শ্বাসকষ্টজনিত অসুখ, টিউমার, ডায়াবেটিস নিরাময় করে
photos