ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যে গতি বাড়তে পারে করোনার চিকিৎসায়! দাবি বিজ্ঞানীদের

| Aug 13, 2020, 17:45 PM IST
1/5

ম্যালেরিয়ার ওষুধ Hydroxychloroquine-এর সাহায্যে এর আগে করোনার চিকিৎসায় কিছুটা সুফল মিলেছিল। এ বার ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যেও ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যে গতি আনা সম্ভব বলে দাবি করলেন একদল বিজ্ঞানী।

2/5

অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, মানব শরীরে তৈরি হওয়া কিছু এনজাইম বা উৎসেচক দ্রুত করোনা নির্মূল করতে পারে। তাঁরা জানান, ম্যালেরিয়া প্যারাসাইট এই উৎসেচক তৈরি করতে পারে।

3/5

মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাক অ্যাডারেলির অনুমান, করোনা ও ম্যালেরিয়ার মধ্যে কোনও একটা সংযোগ রয়েছে যার জন্য এই দুটি রোগের ওষুধ পারস্পরিক ভিত্তিতে কাজ করতে পারে। তাই এই নিয়ে গবেষণা চালাচ্ছেন তাঁরা।

4/5

5/5

সম্প্রতি নেচার পত্রিকায় আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আপাতত ‘পিটার ডরেথি ইন্সটিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি’র গবেষকদের সঙ্গে একই বিষয়ে যৌথ ভাবে গবেষণা করছেন।