Hardik Pandya Marriage: গাঁটছড়া বাঁধলেন হার্দিক-নাতাশা, প্রেম দিবসে বিয়ের সাক্ষী ছেলে অগস্ত্যও

Feb 15, 2023, 11:25 AM IST
1/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরে চোখ ধাঁধানো আয়োজনে বিয়ে সারলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভ্যালেন্টাইন্স ডে-র দিন দ্বিতীয়বার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক। 

2/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

২০২০ সালে  সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু সেটা একেবারেই আইনি বিয়ে ছিল। অগ্য়স্ত নামে তাঁদের দুই বছর একটি সন্তানও রয়েছে।  

3/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

পশ্চিমী রীতিনীতিতে বিয়ে সেরেছেন হার্দিক-নাতাশা। বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,"তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নতুন করে ভালোবাসার দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি। পরিবার সঙ্গ এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য"।

4/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

বিয়েতে ড্রেস কোডও ছিল।  ছবিতে হার্দিক ও নাতাশার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের দেখা গিয়েছে। সেখানে ছেলের পক্ষে সবার পোশাকের রং ছিল কালো। মেয়েপক্ষের পরনে হালকা গোলাপি পোশাক।

5/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

হার্দিক-নাতাশার বিয়েতে যোগ দিয়েছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল ও আথিয়া শেট্টি। মঙ্গলবার সকালেই তাঁদের উদয়পুরের উদ্দেশ্যে উড়ে যেতে দেখা যায়।

6/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

মে মাসে লকডাউনের মধ্যেই আবার ভক্তদের জানিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি। তখনও অবশ্য হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। শোনা গিয়েছে, স্ত্রী-র ইচ্ছেতেই সামাজিক বিয়ে সারলেন হার্দিক।

7/7

হার্দিক-নাতাশার বিয়ে

Hardik-Natasha Wedding

পরে জানা যায়, লকডাউনের মধ্যে ঘরোয়া ভাবেই অন্তঃসত্ত্বা বান্ধবী নাতাশার সঙ্গে চারহাত এক হয়েছে তাঁর। সে বছরই স্ত্রী নাতাশা জন্ম দেন পুত্র সন্তানের।