সততার নজির! খেলরত্ন পুরস্কারের মনোনয়ন থেকে নিজের নাম সরাতে বললেন হরভজন

Jul 19, 2020, 17:15 PM IST
1/5

নতুন উদাহরণ সৃষ্টি করলেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং। খেলরত্নের মনোনয়ন থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানালেন সরকারের কাছে।

2/5

খেলরত্ন পুরস্কারের জন্য কয়েকজন ক্রীড়াবিদের নাম পাঠিয়েছিল পাঞ্জাব সরকার। সেই তালিকায় ছিল হরভজন সিংয়ের নাম। কিন্তু ভাজ্জি রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তাঁর নাম যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়।

3/5

আসলে খেলরত্ন পুরস্কারের মনোনয়ন পাওয়ার যোগ্যতামান হল তিন বছর পারফর্ম করতে হবে। কিন্তু হরভজনের সেই যোগ্যতামান অনুযায়ী তালিকায় থাকার কথা নয়। তবুও সরকার তাঁর নাম পাঠিয়েছিল। কিন্তু হরভজন নিজেই জানিয়ে দিলেন, তিনি এখন খেলরত্নের যোগ্য নন। তাই তাঁর নাম যেন বাদ দেওয়া হয়। 

4/5

এরই মধ্যে হরভজনের নাম তালিকা থেকে বাদ পড়া রটে যায়, পাঞ্জাব সরকারের সঙ্গে মতানৈক্যের কারণে ভাজ্জির নাম বাদ পড়েছে। কিন্তু এর পরই ভাজ্জি জানিয়ে দেন, তিনি নিজেই তাঁর নাম বাদ দিতে বলেছেন।

5/5

ভাজ্জির এমন সত্ মানসিকতার প্রশংসা করেছেন অনেকে। ভাজ্জি জানিয়েছেন, এই নিয়ে যেন আর নতুন করে জলঘোলা না করা হয়! কোনওরকম গুজবে কান দিতে বারণ করেছেন টার্বুনেটর।