Happy Teachers' day 2022: রাশিয়ায় রাষ্ট্রদূত, ভারতে রাষ্ট্রপতি, শিক্ষাজগতের জ্যোতিষ্ক! এক কৃতী পুরুষ রাধাকৃষ্ণণ
আজ শিক্ষক দিবস। সারা ভারতে আজ এক সঙ্গে পালিত হয় শিক্ষক দিবস এবং সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। আসলে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটাই ভারতে 'টিচার্স ডে' হিসেবে স্বীকৃত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ শিক্ষক দিবস। সারা ভারতে আজ এক সঙ্গে পালিত হয় শিক্ষক দিবস এবং সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। আসলে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটাই ভারতে 'টিচার্স ডে' হিসেবে পালিত হয়।
তেলুগু পরিবারের সন্তান রাধাকৃষ্ণণ ছোট থেকেই ছিলেন অসম্ভব মেধাবী। ছোট থেকেই স্কলারশিপ নিয়ে তিনি ছাত্রজীবনে এগিয়ে গেছিলেন। প্রথমে তিরুপতির স্কুলে পড়াশোনা করেন তিনি, পরে ভেলোরে চলে যান। তৎকালীন মাদ্রাজের ক্রিশ্চিয়ান কলেজে দর্শন নিয়ে পড়েন তিনি। কিন্তু তিনি দর্শনের নিছক একদা-ছাত্র থেকে পরবর্তীকালের বিখ্য়াত এক অধ্যাপক হয়েই নিজের যাত্রা শেষ করেননি। তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ এক দার্শনিক হিসেবে স্বীকৃত।