৩১ পা, ফিরে দেখা Tiger Shroff-র ছোটবেলা

Mar 02, 2021, 19:40 PM IST
1/6

২ মার্চ ৩১এ পা রাখলেন অভিনেতা টাইগার শ্রফ। টাইগারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা জ্যাকি শ্রফ, মা আয়েশা শ্রফ, ও বোন কৃষ্ণা শ্রফ। 

2/6

ছেলের জন্মদিনে টাইগারকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছোট্ট টাইগারের ছবি শেয়ার করেছেন মা আয়েশা শ্রফ। 

3/6

টাইগারকে শুভেচ্ছা জানিয়ে আয়েশা শ্রফ লিখেছেন, ''শুভ জন্মদিন আমার নম্র, সৌম্য, পজিটিভ, পরিশ্রমী ছেলে। ঈশ্বর আমার সবথেকে প্রিয় ছেলের মঙ্গল করুন।''

4/6

কৃষ্ণা শ্রফ লিখেছেন, ''শুভ জন্মদিন আমা প্রিয় বন্ধু।''

5/6

প্রসঙ্গত, 'হিরোপন্থী' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার। 

6/6

২০১৬তে মুক্তি পাওয়া টাইগার অভিনীত 'বাগী' ছবিটি সুপার হিট হয়। তারপর বাগী-২, ৩ সহ ওয়ার সহ বহু ছবিতে অভিনয় করে ফেলেছেন টাইগার শ্রফ।