কাশ্মীরি বাবা ও ব্রিটিশ মায়ের বিবাহ-বিচ্ছেদের পর কীভাবে কেটেছে Katrina-র ছোটবেলা?

Jul 16, 2021, 18:58 PM IST
1/7

১৬ জুলাই, শুক্রবার ৩৮ পা রাখলেন ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে 'বুম' ছবি দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা, যদিও সেই ছবি বক্স অফিসে বিফল হয়। পরবর্তীকালে 'ম্যায়নে প্যায়ার কিউ কিয়া', 'ওয়েলকাম', 'নমস্তে লন্ডন' সহ বলিউডের একাধিক ছবিতে সাফল্য পান ক্যাট।

2/7

জন্মের পর অভিনেত্রীর নাম রাখা হয়েছিল ক্যাটরিনা টার্কুট। ক্যাটরিনা কাইফ প্রকৃতপক্ষে ব্রিটিশ নাগরিক। তিনি ভিসা নিয়ে ভারতে রয়েছেন।  

3/7

 ক্যাটরিনা বাবার নাম মহম্মদ কাইফ, যিনি কিনা প্রকৃতপক্ষে কাশ্মীরের, তবে পরে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসা শুরু করেন। ক্যাটরিনার মা সুজান টার্কুট, ব্রিটেনের বাসিন্দা। 

4/7

ব্রিটিশ নাগরিক হলেও ক্যাটরিনার জন্ম হংকং-এ,  তাঁর শৈশব কেটেছে আমেরিকাতে। কৈশোরে অবশ্য ক্যাটরিনা ফের ব্রিটেনে চলে আসেন, সেখানেই তাঁর স্কুল ও কলেজ জীবন কাটে।

5/7

ক্যাটরিনা কাইফ-র মোট ৬ বোন এ ১ ভাই। অভিনেত্রী যখন ছোট, তখনই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটের বেড়ে ওঠা মায়ের কাছেই। 

6/7

ক্যাটরিনার মা সুজান টার্কুট একটি NGO-র কর্মী ছিলেন। ছোট থেকেই মায়ের সঙ্গে চিন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, জার্মানি, বেলজিয়াম, সহ বিভিন্ন দেশ ঘুরেছেন অভিনেত্রী।

7/7

১৪ বছর বয়সে প্রথম 'লন্ডন ফ্যাশন উইক'-এ র‌্যাম্পে হাঁটেন ক্যাট। মাত্র ১৪ বছর বয়সে একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন ক্যাটরিনা।