বিশ্বজুড়ে হনুমানের বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। নানা রূপে পূজিত হন বজরংবলি। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে সম্পূর্ণ ভিন্ন রূপ হনুমানের। ছত্তিসগঢ়ের রতনপুরের এই মন্দিরে হনুমানকে নারী রূপে পুজো করেন ভক্তরা।
2/11
hanu11
স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরের হনুমান বিগ্রহটি ১০ হাজার বছরে পুরনো। একাগ্র চিত্তে পুজো করলে মনোষ্কামনা পূর্ণ করেন বজরংবলি।