এই মন্দিরে নারী রূপে পূজিত হন হনুমান, কেন জানেন?

Aug 02, 2018, 16:34 PM IST
1/11

hanuman13

বিশ্বজুড়ে হনুমানের বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। নানা রূপে পূজিত হন বজরংবলি। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে সম্পূর্ণ ভিন্ন রূপ হনুমানের। ছত্তিসগঢ়ের রতনপুরের এই মন্দিরে হনুমানকে নারী রূপে পুজো করেন ভক্তরা।

বিশ্বজুড়ে হনুমানের বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। নানা রূপে পূজিত হন বজরংবলি। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে সম্পূর্ণ ভিন্ন রূপ হনুমানের। ছত্তিসগঢ়ের রতনপুরের এই মন্দিরে হনুমানকে নারী রূপে পুজো করেন ভক্তরা। 

2/11

hanu11

স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরের হনুমান বিগ্রহটি ১০ হাজার বছরে পুরনো। একাগ্র চিত্তে পুজো করলে মনোষ্কামনা পূর্ণ করেন বজরংবলি।

স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরের হনুমান বিগ্রহটি ১০ হাজার বছরে পুরনো। একাগ্র চিত্তে পুজো করলে মনোষ্কামনা পূর্ণ করেন বজরংবলি। 

3/11

hanu10

বিগ্রহটি দক্ষিণমুখী। বাম কাঁধে রাম ও ডান কাঁধে লক্ষ্মণ বিরাজমান। পায়ের নীচে দু'টি রাক্ষস।

বিগ্রহটি দক্ষিণমুখী। বাম কাঁধে রাম ও ডান কাঁধে লক্ষ্মণ বিরাজমান। পায়ের নীচে দু'টি রাক্ষস।    

4/11

hanu9

কেন নারী রূপে পূজিত হন হনুমান?

কেন নারী রূপে পূজিত হন হনুমান? 

5/11

hanu8

লোকমুখে প্রচলিত, প্রাচীনকালে রতনপুরের রাজা পৃথ্বী দেবজু হনুমানভক্ত ছিলেন।

লোকমুখে প্রচলিত, প্রাচীনকালে রতনপুরের রাজা পৃথ্বী দেবজু হনুমানভক্ত ছিলেন। 

6/11

hanu6

কুষ্ঠ রোগে আক্রান্ত হন পৃথ্বী। নিরাশ হয়ে পড়েছিলেন তিনি। তখনই স্বপ্নাদেশ পেয়ে হনুমানের মন্দির নির্মাণ করেন পৃথ্বী দেবজু।

কুষ্ঠ রোগে আক্রান্ত হন পৃথ্বী। নিরাশ হয়ে পড়েছিলেন তিনি। তখনই স্বপ্নাদেশ পেয়ে হনুমানের মন্দির নির্মাণ করেন পৃথ্বী দেবজু। 

7/11

hanu5

মন্দির নির্মিত হওয়ার পর ফের স্বপ্নাদেশ পান রাজা। নির্দেশ পান, মহামায়া কুণ্ড থেকে প্রতিমা এনে মন্দিরে বসাতে হবে।

মন্দির নির্মিত হওয়ার পর ফের স্বপ্নাদেশ পান রাজা। নির্দেশ পান, মহামায়া কুণ্ড থেকে প্রতিমা এনে মন্দিরে বসাতে হবে। 

8/11

hanu4

ওই প্রতিমা নারী রূপে উদ্ধার করেন রাজা। তখন থেকেই নারী রূপে পূজিত হন হনুমান।

ওই বিগ্রহ নারী রূপে উদ্ধার করেন রাজা। তখন থেকেই নারী রূপে পূজিত হন হনুমান। 

9/11

hanu3

মন্দির নির্মাণের পর রোগমুক্তি হয় রাজার। অন্য ভক্তদেরও মনোকামনা বজরংবলি পূর্ণ করেন বলে বিশ্বাস বহু মানুষের।

মন্দির নির্মাণের পর রোগমুক্তি হয় রাজার। অন্য ভক্তদেরও মনোকামনা বজরংবলি পূর্ণ করেন বলে বিশ্বাস বহু মানুষের। 

10/11

hanu2

কীভাবে এই মন্দির পরিদর্শনে যাবেন?

কীভাবে এই মন্দির পরিদর্শনে যাবেন?

11/11

hanu1

হাওড়া স্টেশন থেকে ছত্তিসগঢ়ের বিলাসপুর স্টেশন পর্যন্ত ট্রেন। সেখান থেকে রতনপুরের দূরত্ব ২৫ কিলোমিটার।

হাওড়া স্টেশন থেকে ছত্তিসগঢ়ের বিলাসপুর স্টেশন পর্যন্ত ট্রেন। সেখান থেকে রতনপুরের দূরত্ব ২৫ কিলোমিটার।