GST: Gpay, Phonepe, Paytm করেন? ২০০০ টাকার কম লেনদেনে এবার ১৮% GST!

GST: 'জিএসটি' তথা 'গুডস অ্যান্ড সার্ভিসেসে'র ক্ষেত্রে এল বড় আপডেট। জেনে নিন ডিটেইলস।

Sep 07, 2024, 18:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জিএসটি' তথা 'গুডস অ্যান্ড সার্ভিসেসে'র ক্ষেত্রে এল বড় আপডেট। এবার থেকে ২০০০ টাকার কম লেনদেনে লাগু হবে ১৮% GST! 

1/6

'পিএ'

কী এই পিএ? 'পিএ' হল 'পেমেন্ট এগ্রিগ্রেটর'।  Gpay, Phonepe, Paytm-- হল 'পেমেন্ট এগ্রিগ্রেটর'।

2/6

তৃতীয় পক্ষ

এই পেমেন্ট এগ্রিগ্রেটর হল পরিষেবা প্রদানকারী এক তৃতীয় পক্ষ।

3/6

ক্ষতিগ্রস্ত

কিন্তু কী হবে, এই জিএসটি বদলে? শোনা যাচ্ছে, ছোট ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হবেন। 

4/6

পরিষেবাকর বাদ

  আগে, ২০১৬ সালে, যখন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল, তখন ডিজিটাল আর্থিক লেনদেনকে উৎসাহিত করতে ২০০০ টাকার নীচে কার্ড পেমেন্টে প্রযোজ্য পরিষেবাকর বাদ দেওয়া হয়েছিল। 

5/6

আসন্ন মিটিং

৯ সেপ্টেম্বরে একটা মিটিং আছে জিএসটি'র। তাতেই সিলমোহর পড়বে।

6/6

করের কড়ি

এই মুহূর্তে, পিএ চার্জ পড়ে ০.৫ শতাংশ থেকে ২ শতাংশ। এবার তা বাড়লে ব্যবসায়ীদেরই তো গুনতে হবে বাড়তি করের কড়ি।