পৃথিবীর কক্ষপথে পৌঁছল Gsat-30, নতুন বছরের শুরুতেই বড় সাফল্য ISRO-র

Jan 17, 2020, 14:21 PM IST
1/5

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

বছরের শুরুতেই বড় সাফল্য পেল ইসরো। জিস্যাট-৩০ এর সফল উত্ক্ষেপন হল। জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট এটি। 

2/5

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী উত্পেক্ষণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেহিকেলের পিঠে চাপিয়ে জিস্যাট-৩০ স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হল। 

3/5

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০-এর ওজন ৩৩৫৭ কিলোগ্রাম। যোগাযোগ ব্যবস্থায় উন্নত পরিষেবা আনতে সাহায্য করবে এটি। বিশেষ করে টেলি যোগাযোগ ব্যবস্থায় আসবে বড়সড় পরিবর্তন। 

4/5

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

দেশের প্রত্যন্ত গ্রামে উন্নত ডিটিএইচ পরিষেবা পৌঁছে দিতে জিস্যাট-৩০ সাহায্য করবে বলে জানিয়েছে ইসরো। জিস্যাট-৩০ এর সময় কাল ১৫ বছর। 

5/5

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

জিস্যাট-৩০ পাঠিয়ে ইসরোর বড় সাফল্য

এর আগেও দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী উত্পেক্ষণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে ২০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসরো।