Tota | Shantanu: বছর শেষে প্রতিম ডি গুপ্তার ছবিতে দারুণ চমক! টোটা-শান্তনুর ধুন্ধুমার নাচ...
Jaani Naa Maane | Chaalchitro | Tota | Shantanu: দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য।
1/5
টোটা-শান্তনু
2/5
টোটা-শান্তনু
দেবজ্যোতি মিশ্র এর সুরে , রিতম সেন, পরিচালক প্রতিম ডি. গুপ্তের লেখা এবং কিংবদন্তি উষা উত্থুপের গাওয়া ‘জানি না মানে’ শীর্ষক সেই গানের ভিডিয়োয় তাঁদের সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। টোটা এবং শান্তনু ছাড়াও, চালচিত্র ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, মোঃ জিয়াউল ফারুক অপূর্ব, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জী, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, অনিন্দিতা বোস এবং ইন্দ্রজিৎ বোস।
photos
TRENDING NOW
3/5
টোটা-শান্তনু
বাংলা সিনেমা তে আইটেম সং এর উদ্ভাবনী প্রয়োগ নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত জানালেন “এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরোনো গানের নকল, নাহয় বলিউডের বা দক্ষিণী ছবির অন্ধ প্রভাব দেখে যাচ্ছে। তখন আমাদের ছবির গান জানি যা মানে একটি নতুন, অনবদ্য ডান্স নাম্বার। উষা উথুপ , আমাদের সবার প্রিয় উষা দির গান আর শান্তনু টোটা নাচ, আমার আশা দর্শকদের খুবই পছন্দ হবে।"
4/5
টোটা-শান্তনু
photos