কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

Mar 26, 2018, 15:52 PM IST
1/5

S 5

কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

দেশের এলসিডি ও এলইডি শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে টিভি তৈরিতে ব্যবহৃত ‘ওপেন সেল’ এর উপর থেকে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

2/5

S 4

কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

এলসিডি ও এলইডি তৈরিতে ব্যবহার করা হয় ১৫.৬ ইঞ্চি মাপের সেল। একেই বলা হয় ‘ওপেন সেল’। এটি প্রধাণত চিন ও তাইওয়ান থেকে আমদানি করা হয়।

3/5

S 3

কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

এবার বাজেটে এলসিডি আমদানির উপরে ১০ শতাংশ শুল্ক বাসিয়েছিল কেন্দ্র। শুল্ক কমালে এলসিডি ও এলইডি টিভির দাম কমবে বলে মনে করা হচ্ছে।

4/5

S 2

কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

এ বছর ফেব্রুয়ারি মাস প‌র্যন্ত ভারত বিদেশ থেকে ২৫,৯৪২.৯২ কোটি টাকার ইলেট্রনিক্স পণ্য আমদানি করেছে। এই প্রবণতায় লাগাম দিতেই ফেব্রুয়ারি মাসের বাজেটে আমদানি শুল্ক ১o শতাংশ করা হয়েছে।

5/5

S 1

কমছে দাম, এবার কিনেই ফেলুন একটা এলসিডি-এলইডি টিভি

এর আগে টিভি প্রস্তুতকারীর সংস্থাগুলো জানিয়েছিল, আমদানি শুল্ক বাড়ার জন্য এলসিডি ও এলইডি টিভির দাম বাড়বে ৮-৯ শতাংশ। এখন শুল্ক কমায় ওই দাম কমার সম্ভাবনা প্রবল।