উত্তম কুমারের বাড়িতে Govinda, 'Hero No1'-র নমনীয়তায় মুগ্ধ মহানায়কের নাতবৌ

Aug 20, 2021, 16:08 PM IST
1/6

গৌরব-দেবলীনার সঙ্গে গোবিন্দা

Govinda with Gourab & Devlina

Zee বাংলার 'ডান্স বাংলা ডান্স'-এর বিচারকের আসনে আসীন হয়েছেন বলিউড তারকা গোবিন্দা। এখন কলকাতায় তাঁর নিয়মিত যাতায়াত। কাজের ফাঁকেই উত্তম কুমারের বাড়ি ঘুরে দেখলেন বলি তারকা। 'ডান্স বাংলা ডান্স'-এর মেন্টর তথা উত্তম কুমারের নাতবৌ-এর সঙ্গেই তিনি তাঁদের ভবানীপুরের বাড়িতে হাজির হয়েছিলেন। গৌরব-দেবলীনার সঙ্গে লেন্সবন্দি হলেন গোবিন্দা। 

2/6

গোবিন্দার একগুচ্ছ ছবি পোস্ট দেবলীনার

Devlina Kumar post on Govinda

উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে তোলা গোবিন্দার একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দেবলীনা কুমার। ক্যাপশানে লিখেছেন, সুপারস্টার, হিরো নম্বর ১ গোবিন্দার সঙ্গে...। 

3/6

দেবশিস ও দেবযানী কুমারের সঙ্গে গোবিন্দা

Govinda with Debasish Kumar & Devjani Kumar

দেবলীনা কুমারের বাবা-মা, তৃণমূল নেতা দেবাশিস কুমার এবং তাঁর স্ত্রী দেবযানী কুমারের সঙ্গে লেন্সবন্দি গোবিন্দা।  

4/6

গোবিন্দার নমনীয়তায় মুগ্ধ দেবলীনা

Devlina pleased with Govinda's Humbleness

উত্তমকুমারের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গোবিন্দা। সুপারস্টারের ব্যবহারে মুগ্ধ দেবলীনা লিখেছেন, ''মাত্র কয়েকটি পর্ব যা আমরা একসঙ্গে শুট করেছি, কিন্তু আপনি যে নমনীয়তা দেখিয়েছেন তাতে মুগ্ধ। 

5/6

ক্ষুদে সদস্যর সঙ্গে লেন্সবন্দি গোবিন্দা

Govinda with little one

উত্তম কুমারের বাড়ির এক ক্ষুদে সদস্যর সঙ্গে লেন্সবন্দি গোবিন্দা। 

6/6

দেবযানী কুমারের সঙ্গে গোবিন্দা

Govinda with Devjani Kumar

দেবাশিস কুমারে স্ত্রী দেবযানী কুমারের সঙ্গে একান্তে লেন্সবন্দি গোবিন্দা।