গত ৬ বছরে Petrol-Diesel-র কর থেকে সরকারের আয় বাড়ল ৩০০%

Mar 22, 2021, 23:33 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্রথমবার দেশের বিভিন্ন এলাকায় পেট্রোলের (Petrol) দাম একশো পার করেছে। ডিজেলও ঊর্ধ্বমুখী। সোমবার লোকসভায় সরকার জানাল, পেট্রোল-ডিজেল থেকে শুল্ক বাবদ গত ৬ বছরে নিরিখে আয় বেড়েছে ৩০০ শতাংশ। 

2/5

২০১৪-১৫ সালে পেট্রোলে (Petrol) শুল্ক থেকে আয় হয়েছিল ২৯,২৭৯ কোটি টাকা। ডিজেলে এসেছিল ৪২,৮৮১ কোটি।      

3/5

চলতি আর্থিক বছরের প্রথম ১০ মাসেই পেট্রোল (Petrol)-ডিজেল (Diesel) থেকে আয় সেই ৬ বছর আগের পরিসংখ্যান পার করেছে। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) লিখিত জবাবে জানিয়েছেন, ডিজেল-পেট্রোলের শুল্ক থেকে সরকারের কোষাগারে এসেছে ২.৯৪ লক্ষ কোটি। 

4/5

২০১৪-১৫ সালে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল ও ডিজেল নিয়ে কর উঠেছিল ৭৪, ১৫৮ কোটি টাকা। এবার ২০২০ সালে মার্চ থেকে জানুয়ারির সময়ে সরকারের ভাঁড়ারে এসেছে ২.৯৫ লক্ষ কোটি।

5/5

অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, ২০১৪-১৫ সালে  মোট আয়ের ৫.৪ শতাংশ আসত পেট্রোল, ডিজেলে ও প্রাকৃতিক গ্যাসে কর থেকে। চলতি অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১২.২ শতাংশ।