Google Play store থেকে হঠাত্ উধাও Paytm, কারণ ঘিরে ধোঁয়াশা

Sep 18, 2020, 17:54 PM IST
1/5

হঠাত্ করেই গুগল প্লে স্টোর থেকে উধাও পেটিএম অ্যাপ। এই মুহূর্তে আপনি গুগল প্লে স্টোর-এ গিয়ে পে টিম ডাউনলোড করার চেষ্টা করলে 'Item Not Found' দেখাবে। 

2/5

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল কেন প্লে স্টোর থেকে পেটিএম-কে সরাল! কারণ ঘিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুগল জানাচ্ছে, পেটিএম তাদের নির্ধারিত পলিসি-র নিয়ম লঙ্ঘন করেছে।

3/5

অনলাইনে বেটিং-এর আসর পেতেছিল পেটিএম। সেই জন্যই গুগল এই অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়েছে বলে জানা যাচ্ছে। 

4/5

মোবাইল ওয়ালেট হিসাবে এদেশে জনপ্রিয় পেটিএম। তবে একাধিকবার এই অ্যাপ-এর দিকে তথ্য চুরির অভিযোগও ওঠে। 

5/5

পেটিএম-এর তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই আবার ফিরে আসবে। ওয়ালেটে যাঁদের টাকা রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।