কংক্রিটের হাতের ওপরে পাতা সেতু, মন্ত্রমুগ্ধ করে দেবে ‘গোল্ডেন ব্রিজ’
Aug 04, 2018, 20:30 PM IST
1/8
S 8
একপলকেই চোখ আটকে যাবে এই সেতুতে। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে বিশালাকৃতি কংক্রিটের দুটি হাত। তার ওপরেই পাতা রয়েছে ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ। মনে হবে যেই কোনও অলৌকিক হাতের ওপরে পাতা সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি।
জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে দুটি কংক্রিটের বিশালাকৃতি হাত। তার ওপরেই তৈরি হয়েছে সেতুটি।
4/8
S 5
সেতুটি খুলে দেওয়ার পর থেকেই সেখানে ঢল নেমেছে পর্যটকদের।
5/8
S 4
গভীর জঙ্গল আর চোখ ধাঁধানো ফুলের বাহারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে সেতুটি।
6/8
S 3
দুধারে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পর্যটকরা হেঁটে সেতু পার করতেই বেশি ভালোবাসেন।
7/8
S 2
কখনও কখনও নব দম্পতিদের প্রাধান আকর্ষণ এই গোল্ডেন ব্রিজ।
8/8
S 1
ইতিমধ্যেই সেতুটির ছবি ভাইরাল হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। জঙ্গলের ওপর দিয়ে এক টিলা থেকে অন্য টিলা পর্যন্ত গিয়েছে ১৫০ মিটার এই সেতুটি। ছবি দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন আপনিও।