1/5
শুক্রবার কোথায় এসে দাঁড়াল সোনার দাম?
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুম শুরুর আগেই দাম কমায় খুশি মধ্যবিত্তরা। হু হু করে কমছে সোনার দাম (Gold Price)। দাম কমেছে রুপোরও। উপযুক্ত সময়ে বিনিয়োগের আগে জেনে নিন দাম। কলকাতা (Kolkata) তো বটেই, দেশের বাকি শহরেও বৃহস্পতি ও শুক্রবার এক লাফে অনেকটাই কমে গেল সোনার দর। সস্তা হয়েছে হলুদ ধাতু। শুক্রবার কোথায় এসে দাঁড়াল দাম?
2/5
গয়নার সোনার ১০ গ্রাম প্রতি দাম নামল ৪৬ হাজার টাকার নিচে
photos
TRENDING NOW
3/5
উৎসবের মরশুমের আগে সোনার দাম কমায় খুশি মধ্যবিত্তরা
4/5
১০ দিনে সোনার দাম কমে ৪৫,৯০০ টাকা
5/5
উৎসব মরসুমের আগে মজুত ভান্ডার ভরার কথা ভাবছেন ব্যবসায়ীরা যার কারণে সোনার চাহিদা ও আমদানি বাড়ছে
মাস কয়েক আগে পর্যন্তও সোনার দাম (Gold Price) লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দেশের বিভিন্ন শহরে প্রতি ১০ গ্রাম সোনা পার করেছিল ৫০,০০০ টাকা। কিন্তু তাতে এই ব্যবসায় যুক্ত দোকান মালিক থেকে কারিগর, লাভ হয়নি কারুর কারণ, গয়না বা ধাতব সোনা নয়, লগ্নিপণ্য হিসেবে তার চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছিল দাম। তার ফলে চাপ বেড়েছিল ক্রেতারও। তবে এখন অন্য ছবি। সোনার দাম সর্বকালীন উচ্চতার (৫৩ হাজারের আশপাশে) তুলনায় এখন প্রায় ১২ শতাংশেরও নীচে। তার ফলে ক্রেতার কাছে ওই ধাতু এবং গয়নার চাহিদা বেড়েছে। আবার উৎসবের মরসুমের আগে মজুত ভান্ডার ভরার কথা ভাবছেন ব্যবসায়ীরা যার কারণে সোনার চাহিদা ও আমদানি বাড়ছে। আর তাতেই নিম্নমূখী সোনা।
photos