Gold Price Hike: আরও দামী! ধনতেরাসের আগেই কি লাখ ছোঁবে ১ ভরি সোনা?

Gold Price Hike: সোনার যা দাম বেড়েছে তাতে এখনই ছোট ব্যবসায়ীদের বিক্রি কমে এসেছে। ধনতেরাসে সোনা কেনার হিড়িক কতটা হবে তা নিয়েও সন্দিহান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে... 

Sep 26, 2024, 13:00 PM IST
1/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর সামনেই সোনার দামে বিরাট পরবির্তন। এমনিতেই প্রায় মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা। এবার ধারছোঁয়ার বাইরে যেতে পারে। বিয়ের জন্য যাঁরা সোনা কিনবেন তাঁদের মাথায় হাত। 

2/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৬১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,০৩০ টাকা। জিএসটি ধরে ৭৮,০৭৪ টাকা। পাকা সোনার বাট হয়েছে ৭৫,৪৫০ টাকা। কর সমেত পড়ছে ৭৭,৭১৩.৫০। 

3/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৭৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,১৮০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০,৬১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭,০৩০ টাকা। 

4/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

ব্যবসায়ীদের মতে, ক্রমাগত গয়না কেনাকাটা এবং আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রবণতার কারণে সোনার দাম বেড়েছে। অন্যদিকে, MCX ফিউচার ট্রেডিংয়ে অক্টোবরের ডেলিভারির জন্য প্রতি ১০ গ্রামে ৯৯৭ টাকা থেকে ৭৬০০০ টাকায় একটি নতুন রেকর্ড ছুঁয়েছে। 

5/5

সোনার দামে বিরাট পরিবর্তন

Gold Price Hike

চলতি মাসের শুরুতে সস্তা হয়েছিল সোনা। আবার, গত মাসেও অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা।