মুজিব হত্যার প্রত্যক্ষ সাক্ষী যাঁরা...

Feb 21, 2018, 13:44 PM IST
1/11

Mujibur_1

Mujibur_1

২১ ফেব্রুয়ারি। বাঙালির জীবনে স্মরণীয় দিন। এই দিন আবেগের তোড়ে ছারকার একাকার হয়ে যায় দুই বাংলার বেড়াজাল। মায়ের আঁচলে মাতৃভাষাকে দৃঢ় করে বাঁধতে শহিদ হয়েছিল তর তাজা পাঁচটি প্রাণ। রক্তের বিনিময়ে মুক্ত হয়েছিল ভাষা। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সেই দিন কি আমরা ভুলতে পারি...। এ দিনের স্মরণে  ওপার বাংলার জননায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। তাঁর বাসভবনের আনাচকানাচ থেকে ইতিহাসের টুকরো কুড়িয়ে আনলেন তিনি। সে সব মুহূর্তের টুকরো দিয়ে গাঁথা এই ছবি-মালা...

2/11

Mujibur_2

Mujibur_2

১৯৭৫-র ১৫ অগাস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবনে হানা দেয় বাংলাদেশ সেনা। নির্বিচারে গুলি চালানো হয়। সেই

3/11

Mujibur_3

Mujibur_3

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসভবন।

4/11

Mujibur_4

Mujibur_4

মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ।

5/11

Mujibur_5

Mujibur_5

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। উপরে বিশ্ব 'গ্লোব'। নিঃশব্দে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তারা।

6/11

Mujibur_5

Mujibur_5

মুজিবুর রহমানের বৈঠকখানা।

7/11

Mujibur_7

Mujibur_7

লুটিয়ে পড়েছেন গুলিবিদ্ধ মুজিবুর। সে সময়ের ছবি এটি...

8/11

Mujibur_8

Mujibur_8

গুলির চিহ্ন সযত্নে সাজিয়ে রেখেছে আলমারিটি।

9/11

Mujibur_9

Mujibur_9

এই সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পারেননি। এখানেই গুলি লুটিয়ে পড়েছিলেন তিনি।

10/11

Mujibur_10

Mujibur_10

11/11

Mujibur_11

Mujibur_11

এই কক্ষই মুক্তিযুদ্ধের আন্দোলনের আঁতুড়ঘর বলা যেতে পারে।