একটি ৫০০-র নোটে সৎ পথে রোজগার করুন ১০,০০০ টাকা, জানুন কীভাবে?

Jun 10, 2021, 21:33 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: চটজলদি ইনকামের আশা করছেন? রোজগার করতে চাইছেন হাজার হাজার টাকা? তাহলে খুঁজে বের করুন পুরোনো ৫০০ টাকার নোট। একটা নোটেই মিলবে ১০,০০০ টাকা। 

2/6

তবে যে সে ৫০০ টাকার নোট নয়। মোদী সরকার যে ৫০০ টাকার নোট বাতিল করেছে, সেই নোটেই মিলবে এই রোজগার। তবে আপনার ৫০০ টাকার নোট যদি পুরোনো ও দুর্লভ হয় তাহলে সেই টাকার উপর রোজগারও করবেন বেশি। 

3/6

শর্তসাপেক্ষে ৫০০ টাকার নোট জমা করলেই মিলবে মোট টাকা। অবশ্যই তা হতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নোট। যদি এমন কোনও নোট আপনার কাছে থাকে, যা জাল নয়, কিন্তু প্রিন্টিংয়ের সময় সামান্য এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে এবং সেই টাকা বাজারে চলে এসেছে। সেই নোটের চাহিদাও এখন অনেক। কারণ, সেই নোট এখন অ্যান্টিক। 

4/6

নোটের নম্বর যদি পর পর হয় তাহলে   সেই নোটের জন্য আলাদা দাম পাবেন আপনি। 

5/6

কোথা থেকে পাবেন এই টাকা? oldindiancoins.com সাইটে গিয়ে রেজিস্টার করুন। যদি আপনি আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট বিক্রি করতে চান, তাহলে সেই নোটের একটি পরিষ্কার ছবি পোর্টালে আপলোড করুন। 

6/6

সাইট থেকেই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার স্পেশাল ওই নোটের মূল্য এখন কত। যাঁরা আগ্রহ দেখাবেন, তাঁদের সঙ্গে যোগ করে, চটজলদি রোজগার করতে পারবেন আপনি।