আপনার কাছে ২৫ পয়সা আছে? এই পদ্ধতিতে জমা করে পেতে পারেন দেড় লক্ষ টাকা

Jun 23, 2021, 18:11 PM IST
1/6

2/6

নিজস্ব প্রতিবেদন: ২৫ পয়সার কয়েন আছে আপনার কাছে? তা হলে বেশ কিছু পদ্ধতি মানলেই পেতে পারেন দেড় লক্ষ টাকা। তার জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়ামার্ট ডট কম প্ল্যাটফর্মে।  

3/6

ইন্ডিয়ামার্ট  থেকে একটি বিজ্ঞপ্তি মারফত জানান হয়েছে, ২৫ পয়সার কয়েন থাকলে আপনি হতে পারবেন লাখপতি। এর জন্য সেই কয়েনের স্পষ্ট ছবি তুলে ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে। 

4/6

তবে কয়েনের রঙ  রুপোলি হতে হবে। এক্ষেত্রে ক্রেতারা দরদাম করবে। ইন্ডিয়ামার্ট এই মুহূর্তে ১০ কোটি ক্রেতা ও এবং ৬০ লাখের বেশি সাপ্লাইয়ার জোগাড় করেছে। যাদের কাছে দাম উঠেছে ১.৫ লক্ষ টাকা।

5/6

২৫ পয়সার পাশাপাশি, ৫ এবং ১০ পয়সা থাকলেও লাখ টাকা রোজগার করতে পারবেন। ৫ এবং ১০ টাকার কয়েনে যদি মাতা বৈষ্ণোদেবীর ছবি থাকে তা হলে সেই কয়েনের মূল্য আরও অনেক।   

6/6

নিশ্চই ভাবছেন কেন এই সামান্য টাকার জন্য আপনাকে এতগুলো টাকা দেওয়া হবে! কারণ হিসেবে ইন্ডিয়ামার্ট থেকে জানান হচ্ছে, এই মুদ্রা এখন অ্যান্টিক। যা এখন ইতিহাস। তাই বাজারে এর মূল্য বেড়ে গিয়েছে।