বেন স্টোকস নন, এবার 'নাইটহুড' সম্মানে ভূষিত হলেন বয়কট ও স্ট্রস
Sep 12, 2019, 07:56 AM IST
1/5
ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এবার 'নাইটহুড' সম্মানে ভূষিত হতে পারেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। এমন জোরালো দাবি ওঠে প্রথমে। কিন্তু না স্টোকস এবার 'নাইটহুড' সম্মান পাননি।
2/5
এতদিনে কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কটকে সম্মানিত করা হল 'নাইটহুড' সম্মনে। ১৮ বছর ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন বয়কট। টেস্টে করেছেন ৮,১১৪ রান।
photos
TRENDING NOW
3/5
বয়কটের পাশাপাশি এবার 'নাইটহুড' সম্মানে ভূষিত হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। ১০০ টেস্ট খেলে ৭০৩৭ রান করেছেন স্ট্রস।
4/5
ব্রিটেনের প্রাক্তন প্রাইম মিনিস্টার থেরেসা মে সম্মানিত করেন দুই কিংবদন্তি ব্রিটিশ ক্রিকেটারকে।
5/5
বিভিন্ন ক্ষেত্রে দেশের হয়ে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ রাজ পরিবারের তরফে 'নাইটহুড' সম্মান তুলে দেওয়া হয়৷ এই নিয়ে ইংল্যান্ডের ১৩ জন ক্রিকেটার 'নাইটহুড' সম্মান পেলেন।