'সিদ্ধিদাতা' গণেশের পুজো করলে কী হয়? গণেশ কি সত্যিই বিঘ্নবিনাশক? নাকি...
Ganesh Chaturthi 2023: গণেশ নিয়ে তত্ত্বের শেষ নেই। কোনও পুরাণ বলে, পার্বতীর দেহের ময়লা থেকে গণেশের জন্ম। কোনও তাত্ত্বিক জানান, গণেশ আদৌ আর্যদেবতা নন, পরবর্তী সময়ে তাঁর আর্যীকরণ ঘটানো হয়। তিনি আসলে জনগণের প্রতিনিধিস্থানীয় অনার্য জনগোষ্ঠীর মুখ ছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গণেশ নিয়ে তত্ত্বের শেষ নেই। কোনও পুরাণ বলে, পার্বতীর দেহের ময়লা থেকে গণেশের জন্ম। কোনও তাত্ত্বিক জানান, গণেশ আদৌ আর্যদেবতা নন, পরবর্তী সময়ে তাঁর আর্যীকরণ ঘটানো হয়। তিনি আসলে জনগণের প্রতিনিধিস্থানীয় অনার্য জনগোষ্ঠীর মুখ ছিলেন, পরবর্তী সময়ে তিনি যে শুধু দেবতা হিসেবে স্বীকৃত হলেন তা-ই নয়, তিনি উচ্চকোটীর দেবতার বর্গভুক্ত হলেন।
1/7
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী
বলা যেদিন গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী। সেজন্য দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামকরণ করা হয়েছে। শিব পুরাণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীকে গণেশের জন্মদিন হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে পুরাণের মতানুযায়ী, এই গণেশাবতারের আবির্ভাব ঘটেছিল ভাদ্রপদ শুক্লা চতুর্থীতে।
2/7
সিদ্ধিদাতা
photos
TRENDING NOW
3/7
সত্যিই বিঘ্নবিনাশক?
4/7
ভোজনপ্রিয় গজানন
5/7
গণেশোৎসব
photos