Ganesh Chaturthi: গণেশের এই পাঁচটি মন্ত্র আপনাকে দেবে শক্তি ও মনোবল

Aug 22, 2020, 19:09 PM IST
1/5

বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্বিতায়। নাগাননাথ শ্রুতিযজ্ঞবিভুষিতায় গৌরিসুতায় গণনাথ নমৌ নমস্তে।।  (বিঘ্ন দূর করেন। অভিষ্ট বর প্রদান। দেবতাদেরও প্রিয়। স্থূলকায়। সকল কলায় পারদর্শী। জগতের হিত করেন। হাতির মুতো মুখবিশিষ্ট। বেদ ও যজ্ঞের সমস্ত জ্ঞান রয়েছে তাঁর। গৌরির (পার্বতী) পুত্র। হে গণনাথ আপনাকে নমস্কার।)     

2/5

বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমঃপ্রভ। নির্বিঘ্নম্ কুরুমেদৈব সর্বকার্যেষু সর্বদা।। (বেঁকানো সুঁড়,  বিশাল শরীর, কোটি কোটি সূর্যের সমান তেজ। হে প্রভু আমার কাজে যেন কখনও বাধা না আসে।)

3/5

একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নমঃ । প্রপন্নজনপালায় প্রণতার্তিবিনাশিনে।।  (এক দাঁত, শুদ্ধ সুন্দর মুখকে নমস্কার। তিনি শরণাগত ভক্তদের রক্ষক, পীড়া নাশ করেন। )  

4/5

অমেয়ায় চ হেরম্ব পরশুধারকায় তে । মূষকবাহনায়ৈব বিশ্বেশায় নমো নমঃ।। (হে পঞ্চমুখবিশিষ্ট, আপনার ব্যপ্তি মাপা যায় না। আপনার হাতে থাকে পরশু (কুঠার)। আপনার বাহন ইঁদুর। বিশ্বশ্বরকে বারংবার নমস্কার।)

5/5

একদন্তায় বিদ্মহে বক্রতুন্ডায় ধীমহি। তন্নো দন্তি প্রচোদয়াৎ।।  (এক দাঁতের, বক্রাকার সুঁড়বিশিষ্ট ধীশক্তি (মনোযোগ)দিন। জ্ঞানের আলো দান করুন।)