1/8
আইপিএলের শুরুতে কিংবা আইপিএলের মাঝ পথেই টুর্নামেন্ট প্রত্যাহার করলেন অনেকে। কারোর কারণ বায়ো বাবল ক্লান্তি, তো কেউ চোট-আঘাতে জর্জরিত। কেউ কেউ আবার করোনাতঙ্কে ভারত ছাড়লেন। ব্য়ক্তিগত কারণ দেখিয়েও বেরিয়ে গেলেন কিছু। দেখতে গেলে এবারের আইপিএল শুরু থেকেই ধাক্কা খেয়েছে। এখনও পর্যন্ত ১০ জন ক্রিকেটারের উপরোক্ত কারণে আইপিএল অভিযান ধাক্কা খেয়েছে। তাঁরা-কেন রিচার্ডসন (Kane Richardson), অ্যাডাম জাম্পা (Adam Zampa), আর অশ্বিন (Ravichandran Ashwin), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), আন্দ্রে টাই (Andrew Tye), জোফ্রা আর্চার (Jofra Archer), বেন স্টোকস (Ben Stokes), মিচেল মার্শ (Mitchell Marsh) জোশ হ্য়াজেলউড (Josh Hazlewood) ও জোশ ফিলিপ (Josh Philppe)
2/8
ভারতে ভয়ঙ্কর করোনা (COVID) সংক্রমণে রীতিমতো আতঙ্কিত আইপিএল (IPL 2021) খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মহামারি বিধ্বস্ত দেশে আইপিএল খেলতে এসে ভয় পেয়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অ্যাডাম জাম্পা (Adam Zampa) ও কেন রিচার্ডসনের (Ken Richardson) সঙ্গেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ফাস্ট বোলার আন্দ্রে টাই (Andrew Tye) টুর্নামেন্টের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন।
photos
TRENDING NOW
3/8
ভারতীয়দের মধ্যে আর অশ্বিন (Ravichandran Ashwin) সবার আগে সরে দাঁড়ালেন আইপিএল (IPL) থেকে। কারণে। অশ্বিন জানিয়েছেন যে তাঁর পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাই পরিবারের পাশে থাকার জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। এমনকী অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন। নিজের নাম সরিয়ে ‘স্টে হোম স্টে সেফ! টেক ইওর ভ্যাকসিন’ (Stay Home Stay Safe! Take Your Vaccine) নাম রাখলেন। দুঃসময় পরিবারের পাশে থাকার অশ্বিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
4/8
ক্রিকেটের জন্য গত এক বছর বায়ো বাবলে থেকেছেন তিনি৷ আইপিএলে (IPL 2021) হাঁসফাঁস করছিলেন ক্লান্তিতে৷ অগত্যা রাজস্থান রয়্যাল (Rajasthan Royals) ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)৷ রাজস্থানের ফাস্ট বোলার আন্দ্রে টাই (Andrew Tye) টুর্নামেন্টের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছেন করোনা ভীতিতেই।রাজস্থানের টাই প্রশ্ন তুলেছেন আইপিএল নিয়ে ও এই সময় কোটিপতি লিগের খরচ নিয়ে! টাইও খুব ভাল ভাবেই জানেন এই মুহূর্তে ভারতে করোনা পরিস্থিতিটা ঠিক কী! হাসপাতালে বেড নেই, দেশে অক্সিজেন নেই৷ এসবই ভাবিয়েছে টাইকে৷ ক্রিকেটডটকমডটএইউ-তে দেওয়া এক সাক্ষাৎকারে অজি পেসার বলছেন, “একজন প্লেয়ারের আঙ্গিকে আমরা নিরাপদ আছি। কিন্তু ভারতে থাকাটা কি আদৌ নিরাপদ? ভারতীয়দের দৃষ্টিভঙ্গিতে ভাবুন, কী করে ফ্র্যাঞ্চাইজি ও সরকার এত টাকা খরচ করতে পারে! যেখানে ভারতের মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না!”
5/8
কিংস পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান বেন স্টোকস (Ben Stokes)। ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙুল ভাঙে তাঁর। এক ম্যচ খেলেই দেশে ফিরে যান তিনি। স্টোকসের জাতীয় দলের বিশ্বকাপ জয়ী সতীর্থ জোফ্রা আর্চার (Jofra Archer) রাজস্থানের গুরুত্বপূর্ণ প্লেয়ার। কিন্তু চোটের পর হাতের অস্ত্রোপচার হওয়ায় আর্চার আইপিএল থেকেই ছিটকে যান। ভারতেই পা রাখতে পারেননি তিনি। বাড়িতে মাছের জলাশয় পরিষ্কার করছিলেন আর্চার। আচমকাই কোনও ভাবে আর্চারের হাত ফসকে সেই জলাশয় পড়ে ভেঙে যায়। সেই জলাশয়ের কাঁচের টুকরোই আর্চারের হাতে ঢুকে যায়। অস্ত্রোপচার করে সেই কাঁচ আর্চারের হাত থেকে বার করা হলেও সেরে উঠতে তাঁর অনেকটা সময় লেগে গেল।
6/8
গত বছর আইপিএল খেলার সময় গোড়ালি ঘুরে গিয়েছিল মিচেল মার্শের (Mitchell Marsh)। গোটা টুর্নামেন্টেই খেলতে পারেননি তিনি। সেই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই চোট পান তিনি। তাঁর জায়গায় জেসন হোল্ডার (Jason Holder) দলে আসে। উইন্ডিজ পেসার ভাল পারফর্ম করেন। দলে জায়গা ধরে রাখেন। অন্যদিকে মার্শ চলতি আইপিএল শুরুর আগেই বলে দেন যে, বায়ো বাবল ক্লান্তির জন্য তিনি এবার আইপিএল খেলবেন না।
7/8
চেন্নাই সুপার কিংস (CSK) ভেবেছিল এই মরসুমে জোশ হ্যাজেলউড (Josh Hazlewood) তাঁদের তুরুপের তাস হবে। কিন্তু বায়ো-বাবলের ক্লান্তি ও অস্ট্রেলিয়ায় আসন্ন শীতকালীন মরসুমের কথা ভেবেই তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন শেষ মুহূর্তে। হ্যাজেলউডের পরিবর্তে সিএসকে দলে নেয় আরেক বাঁ-হাতি অস্ট্রেলীয় পেসার জেসন বেহেরনডর্ফকে (Jason Behrendorff)।
8/8
photos