List of Congress Presidents: ১৩৫ বছরের ইতিহাসে জানেন কারা সামলেছেন জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব?
তালিকায় রয়েছেন মহাত্মা গান্ধী, নেহেরু, নেতাজি থেকে ইন্দিরা-সোনিয়ার নাম।
1/11
কংগ্রেসের কর্ম সমিতির বৈঠক
তনুজিৎ দাস: কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলেরই শীর্ষ ২৩ নেতা (G-23)। তাঁদের ক্ষোভ প্রশমন করতে এবং দলের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলতে শনিবার বৈঠকে বসেছে কংগ্রেসের কর্ম সমিতি (CWC Meeting)। কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি? যখন জল্পনা তুঙ্গে, তখন দেখে নেওয়া যাক জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত কে কে হয়েছেন কংগ্রেসের সভাপতি।
2/11
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়-দাদাভাই নাওরজি
১৮৮৫-র ডিসেম্বরে তৈরি হয় কংগ্রেস (Congress)। দলের প্রথম সভাপতি নির্বাচিত হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (Womesh Chandra Bonnerjee)। ১৮৯২-তেও তিনি আরও একবার কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৮৮৬, ১৮৯৩ ও ১৯০৬, তিনবার কংগ্রেসে সভাপতি নির্বাচিত হয়েছেন দাদাভাই নাওরজি (Dadabhai Naoroji)। এছাড়া ১৯০০ সাল পর্যন্ত বদরুদ্দিন তায়াবজি, জর্জ উলে, আনন্দমোহন বসু, উইলিয়াম ওয়েদরবার্ন, ফইরোজশাহ মেহতা, অ্য়ালফ্রেড ওয়েব, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,রহিমতুল্লা সায়নি, সি শঙ্করণ নায়ের, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র ত্ত, এন ডি চন্দভার্কার কংগ্রেস সভাপতি হয়েছেন।
photos
TRENDING NOW
3/11
রাসবিহারী ঘোষ-মদনমোহন মালব্য
১৯০১ সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন দীনেশ এডুলজি ওয়াচা। এছাড়া লালমোহন ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে, উইলিয়াম ওয়েদারবার্ন এবং বিষ্ণুনারায়ণ ধর কংগ্রেস সভাপতি হয়েছেন। ১৯০৭ এবং ১৯০৮-এ কংগ্রেস সভাপতি হয়েছেন রাসবিহারী ঘোষ (Rashbihari Ghosh)। ১৯০৯, ১৯১৮ এবং ১৯৩২-এ কংগ্রেস প্রেসিডেন্ট হন মদনমোহন মালব্য (Madan Mohan Malaviya)।
4/11
অম্বিকাচরণ মজুমদার-ভূপেন্দ্রনাথ বসু-রঘুনাথ নরসিংহ মুধলকর
5/11
মতিলাল নেহেরু, লালা লাজপত রাই, আবুল কালাম আজাদ
6/11
মহাত্মা গান্ধী, সরোজিনী নায়ডু
7/11
জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ
8/11
নেতাজি সুভাষচন্দ্র বসু
9/11
ইন্দিরা গান্ধী, কে কামরাজ
১৯৫৯, ১৯৭৮ থেকে ১৯৮২ এবং ১৯৮৩-তে কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। ১৯৬০, ১৯৬১ এবং ১৯৬২ তেকে ১৯৬৩ পর্যন্ত কংগ্রেস সভাপতির দায়িত্ব পান নীলম সঞ্জীব রেড্ডি (Neelam Sanjiva Reddy)। ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ থেকে ১৯৬৭ পর্যন্ত দায়িত্ব সামলান কে কামরাজ (K. Kamaraj)। ১৯৬৮, ১৯৬৯-তে এস নিজালিঙ্গপ্পা।
10/11
রাজীব গান্ধী-পি ভি নরসীমা রাও-সীতারাম কেশরী
11/11
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী
photos