পাহাড়ি এলাকায় এবার আরও শক্তিশালী ভারত, বায়ুসেনায় এল ৪ চিনুক কপ্টার

Mar 25, 2019, 10:31 AM IST
1/6

s 6

s 6

ভারতীয় বায়ুসেনায় যোগ দিল শক্তিশালী চিনুক হেলিকপ্টার।

2/6

S 5

S 5

সোমবার বায়ুসেনা প্রধান বি এস ধানোয়ার উপস্থিতিতে মোট ৪টি চিনুক কপ্টার বায়ুসেনায় যোগ দেয়।

3/6

S 4

S 4

পাহাড়ি এলাকায় সেনা ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে যাওয়ার কাছে ব্যবহার করা হবে ওইসব কপ্টার।

4/6

S 3

S 3

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫টি চিনুক কেনার চুক্তি করা হয়। এরজন্য বরাদ্দ করা হয়ে ১৫০ কোটি ডলার।

5/6

S 2

S 2

ওই পনেরটির মধ্যে গত মাসে গুজরাটের মুন্দ্রা বন্দরে চলে আসে ৪টি চিনুক। এরপর সেগুলিকে নিয়ে যাওয়া হয় চণ্ডীগড়ে।

6/6

s 1

s 1

পাহাড়ি এলাকার লড়াইয়ের প্রধান সমস্যা হল সেখানে দ্রুত সেনা ও সমরাস্ত্র মোতায়েন করা। এক্ষেত্রে ভালো কাজ দেবে এই চিনুক। এটি ২৩,০০০ কিলোগ্রাম ওজন বয়ে নিয়ে যেত সক্ষম। উড়তে পারে ঘণ্টায় ৩০২ কিলোমিটার বেগে।