কেরলেই প্রথম ৪ আন্তর্জাতিক বিমানবন্দর, আজ চতুর্থটির উদ্বোধন করলেন পিনারাই বিজয়ন

Dec 09, 2018, 16:29 PM IST
1/7

s 7

s 7

কেরলের কন্নুরে নতুন একটি বিমানবন্দরের উদ্বোধন করলেন কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। ভারতের একমাত্র রাজ্যে কেরল যেখানে মোট ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর কাজ করতে শুরু করল।

2/7

s 6

s 6

২০০০ একর এলাকা জুড়ে ওই বিমানবন্দর তৈরি করতে খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা। রাজ্যের অন্য তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হল কোচি, কোঝিকোড় ও থিরুঅনন্তপুরম।

3/7

S 5

S 5

রবিবার কন্নুর বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান পাড়ি দেয় আবু ধাবির উদ্দেশ্যে।

4/7

S 4

S 4

একসঙ্গে ২০০০ যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবে। বছরে এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবে ১৫ লাখ যাত্রী।

5/7

S 3

S 3

বর্তমানে কন্নুর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ হল ৩৫০০ মিটার। পরে এটি বাড়িয়ে ৪০০০ মিটার করা হবে।

6/7

S 2

S 2

কন্নুর থেকে সরাসরি পাওয়া যাবে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ওমানের বিমান।

7/7

s 1

s 1

বিদেশে থাকা কেরলের মানুষজন ও রাজ্যে বেড়াতে আসা পর্যটকরা এই বিমানবন্দর খুবই উপকার পাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কেরলেন কুর্গ, কাসরগড়, অয়ানন্দ ও কর্ণাটকের মাইসোর পর্যটকসংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।